কপিলের জন্য শাহরুখের শুভকামনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেটার কপিল দেব। তাঁর এনজিওপ্লাস্টি অস্ত্রোপচার করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। শিগগিরিই বলিউডের বড় পর্দায় আসছে কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনী নিয়ে চলচ্চিত্র ‘এইটি থ্রি’। সেখানে কপিল দেব আরও একবার বিশ্বকাপ জিতবেন রণবীর সিংয়ের শরীরে। বিয়ের পর এ ছবিতেই প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর আর দীপিকা।

শাহরুখ খান
ইনস্টাগ্রাম

৬১ বছর বয়সী কিংবদন্তি এই অলরাউন্ডার বেশ কিছুদিন ধরে ডায়াবেটিসজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে এবার আইপিএলে বিশেষজ্ঞ মতামত দেওয়ার কাজ করছিলেন। আজ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে দিল্লির ফোর্টিস এসকর্ট হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, এখন কপিল দেবের শারীরিক অবস্থা স্থিতিশীল। বিপদমুক্ত হয়েছেন তিনি। অন্যদিকে দ্রুত সুস্থ্য হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়ে টুইটারে পোস্ট করেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।

আসল আর নকল কপিল দেব
ইনস্টাগ্রাম

শাহরুখ লিখেছেন, ‘তাড়াতাড়ির চেয়েও তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন। দোয়া করি, আপনি যত দ্রুত সেঞ্চুরি হাঁকান, যত গতিতে বল হাতে উইকেট নেন, সেই রকম তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন। আপনার জন্য ভালোবাসা।’

বলা বাহুল্য, শাহরুখ একজন ক্রিকেটভক্ত। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের ৫৫ শতাংশ শেয়ারের মালিক শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট (বাকি ৪৫ শতাংশ শেয়ারের মালিক শাহরুখের সহকর্মী ও আরেক বলিউড তারকা জুহি চাওলা এবং তাঁর জীবনসঙ্গী জয় মেহরার কোম্পানি মেহরা গ্রুপ)। এ মুহূর্তে আইপিএলের জন্য দুবাই অবস্থান করছেন শাহরুখ।

বান্দ্রার বাড়িতে শাহরুখ খান
ইনস্টাগ্রাম

১৯৮৩ সালে ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতে। সেই স্মরণীয় মুহূর্তকে সেলুলয়েডে পুরছেন কবির খান। আর তাতে কপিল দেবের ভূমিকায় থাকছেন রণবীর সিং। কপিলের হাত ধরেই জিতেছিল ভারতীয় দল। কপিল দেবের স্ত্রী রোমি দেব ভাটিয়ার চরিত্রে দেখা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া তাহির রাজকে দেখা যাবে সুনীল গাভাস্কারের চরিত্রে। ২০২০ সালের ডিসেম্বরে ক্রিসমাসে ‘এইটি থ্রি’ ছবিটি মুক্তি দেওয়া হবে।

এইটি থ্রি সিনেমার পোস্টার
ইনস্টাগ্রাম