করোনাকালে আর্থিক কষ্টে ছিলেন কমল হাসানের সাবেক স্ত্রী সারিকা

একসময় তিনিও বলিউডের ব্যস্ত নায়িকাদের তালিকায় ছিলেন। ভালো অভিনেত্রী হিসেবে নামডাক ছিল সারিকার। তাঁর পরিবার সবাই সিনেমার জগতে ছিল। বলিউড তথা দক্ষিণের অত্যন্ত প্রভাবশালী অভিনেতা কমল হাসানের সাবেক স্ত্রী তিনি। এদিকে তাঁর দুই কন্যা শ্রুতি আর অক্ষরা হাসান জনপ্রিয় নায়িকা। তা সত্ত্বেও করোনাকালে আর্থিক কষ্টে দিন কাটিয়েছিলেন সারিকা। আর এটা সত্যি অবাক করার মতো ঘটনা!
রুপালি পর্দার ঝলকানির আড়ালে অনেক তারকার অন্ধকার দিক লুকিয়ে থাকে। অনেক সময় সেসব তারকাদের দুঃখ, কষ্ট, বেদনার কথা প্রকাশ্যে এসে যায়। আর সেই সব কথা শুনলে মনে হয় গ্ল্যামার জগতের বাইরের সাধারণ মধ্যবিত্তের জীবনেরই কথা যেন। সম্প্রতি সারিকা তাঁর জীবনের এমনই কিছু কথা প্রকাশ করেছেন।

প্রায় পাঁচ বছর পর আবার অভিনয় জগতে ফিরতে যাচ্ছেন সারিকা। আমাজন প্রাইম ভিডিওর ‘মডার্ন লাভ: মুম্বাই’ অ্যান্থলজির মাধ্যমে আসতে যাচ্ছেন তিনি। এই সিরিজের প্রচারণার সময় সারিকা নিজের জীবনের গত পাঁচ বছর প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হচ্ছিল যে আমি আমার জীবনকে বরবাদ করছিলাম। রোজ সকালে ঘুম থেকে উঠতাম, মনের মতো কিছু করতাম না। আবার শুয়ে পড়তাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এক বছরের বিরতি নেব। কোথাও দূরে চলে যাব। আর অন্য ধরনের কোনো কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নাটকে অভিনয় করব। আর এই ভ্রমণটা এত সুন্দর ছিল যে এক বছরের জায়গায় পাঁচ বছর কখন কেটে গিয়েছিল, তা আমি বুঝতেই পারিনি। আমি তখন সত্যিই খুব খুশি ছিলাম।’
কিন্তু লকডাউন সারিকার জীবন আবার এলোমেলো করে দেয়। প্রবল আর্থিক কষ্টের মুখে পড়েন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লকডাউন শুরু হলো, আর আমার সব পয়সা শেষ হয়ে গেল। এরপর আবার পর্দায় ফেরা ছাড়া আমার কোনো গতি ছিল না। কারণ, নাটকে অভিনয় করে মাত্র দুই হাজার থেকে দুই হাজার সাত শ রুপি আয় করা সম্ভব। আর এ টাকায় কিছু করা সম্ভব না। তবে ওই পাঁচ বছরে আমার জীবন অনেক বদলে গিয়েছিল। আর দারুণ ছিল ওই পাঁচ বছর।’

তবে শুধু সারিকা নয়, তাঁর মেয়ে শ্রুতিও করোনার সময় আর্থিক কষ্টে ছিলেন। আর এ কথা শ্রুতি এক সাক্ষাৎকারে বলেছিলেন।

অলঙ্কৃতা শ্রীবাস্তবের অ্যান্থলজি ‘মডার্ন লাভ: মুম্বাই’তে একটি চমৎকার চরিত্রে দেখা যাবে সারিকাকে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন দানেশ রিজভি আর এহসাস চন্না। ‘মডার্ন লাভ: মুম্বাই’ ১৩ মে থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। সুরজ বরজাতিয়ার আগামী ছবি ‘উঁচাই’-তেও দেখা যাবে সারিকাকে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, অনুপম খের, বোমান ইরানিসহ আরও অনেক বড় অভিনেতা। সারিকাকে শেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘বার বার দেখ’ ছবিতে। এই ছবিতে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা আর ক্যাটরিনা কাইফ।