কয়েক কোটি রুপির প্রতারণার শিকার রিমি সেন

রিমি সেন

বলিউডের বাঙালি অভিনেত্রী রিমি সেন সিনেমাজগৎ থেকে নিজেকে দূরে রেখেছেন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। দীর্ঘ সময় পর খবরের শিরোনামে উঠে এলেন এই অভিনেত্রী। তবে কোনো ছবির কারণে নয়। জানা গেছে, রিমি প্রতারণার শিকার হয়েছেন।
রিমি মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার যতীন ভ্যাস নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৪ দশমিক ১৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ এনেছেন। তিনি খার পুলিশ স্টেশনে এই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। ২৯ মার্চ রিমি এই প্রতারণার অভিযোগ এনেছেন।

খবর অনুযায়ী, যতীন ভ্যাস মুম্বাইয়ের এক ব্যবসায়ী। তিন বছর আগে আন্ধেরির এক জিমে রিমির সঙ্গে এই ব্যবসায়ীর পরিচয় হয়। রিমির বক্তব্য, এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে যতীন নিজের পরিচয় দিয়েছিলেন।

রিমি সেন

আর সাবেক এই অভিনেত্রীকে যতীন তাঁর সংস্থায় বিনিয়োগের কথা বলেন। তার বিনিময়ে রিমি সংস্থার লাভের অংশ থেকে ৪০ শতাংশ ফেরত পাবেন। রিমি যতীনের কথামতো তাঁর সংস্থায় বিনিয়োগ করেছিলেন। নির্দিষ্ট দিনে তিনি যখন লাভের অংশের টাকা নেওয়ার জন্য যতীনকে ফোন করেন, এই ব্যবসায়ী তাঁর ফোন রিসিভ করেননি। রিমি বুঝতে পারেন যে যতীন কোনো ব্যবসায়ী নন, ব্যবসায়ীর আড়ালে সে এক প্রতারক। তারপর তিনি যতীনের বিরুদ্ধে আইনের আশ্রয় নেন।

সংবাদ সংস্থা অনুযায়ী, আইপিসির ৪২০ আর ৪০৯ ধারা অনুযায়ী যতীনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। খার পুলিশ এখন এই প্রতারককে ধরার জন্য উঠেপড়ে লেগেছে।

রিমি সেন

রিমি সেনকে ‘হাঙ্গামা’, ‘গোলমাল’, ‘ফির হেরাফেরি’, ‘ধুম’, ‘গরম মাশালা’সহ অসংখ্য হিট ছবিতে দেখা গেছে। একসময় হঠাৎ গ্ল্যামারের জগৎ থেকে তিনি নিজেকে আড়াল করে নেন।

রিমি সেন

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রিমি বলেছিলেন, ‘আমি অভিনয় নিয়ে খুব একটা সিরিয়াস ছিলাম না। আর আমি আমার ক্যারিয়ার এবং “পিআর”-কে ঠিকমতো পরিচালনা করতে পারতাম না। একসময় আমি মেশিনের মতো হয়ে গিয়েছিলাম। আর সত্যি বলতে পর্দায় আমাদের অর্থাৎ নায়িকাদের তখন “শোপিস” হিসেবে তুলে ধরা হতো। এই সময়ে অভিনয়জগতে এলে অনেক ভালো ভালো সুযোগ হয়তো পেতাম।’