চাকরি না পেয়ে...

পরিনীতি চোপড়ার আজ জন্মদিন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

পরিণীতি চোপড়ার অভিনয়ে আসার কথা ছিল না। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে একাধারে বিজনেস, ফাইন্যান্স ও ইকোনমিকসে ডিগ্রিধারী পরিণীতির লন্ডনে চাকরি করার কথা ছিল। লন্ডনের মতো শহর, ব্যবসা-অর্থায়ন-অর্থনীতির মতো বিষয়ে ডিগ্রি ফেলে ভারতে এসে অভিনয়শিল্পী হলেন তিনি, কেবল চাকরি না পেয়ে। এটা পরিণীতির ভাষ্য। আজ তাঁর ৩৩তম জন্ম দিন।

৩৩ বছরে পা রাখলেন পরিনীতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২০১১ সালে অভিনয়ে এসেছিলেন পরিণীতি চোপড়া। শুরুতে সাধারণ সব চরিত্রে, পরে তাঁকে পাওয়া যায় চরিত্রাভিনেতা হিসেবে। ‘লেডিজ ভার্সেস রিকি বেহল’, ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ ছবিগুলো সেই শুরুর দিকের। তারপর কয়েকটি কমেডি ছবি ‘গোলমাল এগেন’, ‘জবরিয়া জোড়ি’। চলতি বছর আলোচনায় ছিলেন ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘সন্দ্বীপ অউর পিঙ্কি ফেরার’ এবং ‘সাইনা’ ছবিগুলোর জন্য। সিনেমায় আসা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি একজন ব্যাংকার হতে চেয়েছিলাম। সেই লক্ষ্যে পড়াশোনা করেছি। ইংল্যান্ডে পড়াশোনার জন্য ৫০ লাখ টাকা খরচ হয়ে গেছে। কাঁধে তখন ঋণের বোঝা। পড়া শেষ তবু চাকরি খুঁজে পাচ্ছিলাম না। তখন হঠকারী সিদ্ধান্ত নিয়ে মুম্বাইয়ের টিকিট কেটে ফেলি।’ দিল্লির বদলে মুম্বাইয়ের টিকিট কেন কেটেছিলেন পরিণীতি? কারণ দিল্লির চেয়ে মুম্বাইয়ের বিমানের টিকিটের দাম তখন তুলনামূলক সস্তা ছিল।

নেপালে, শুটিংয়ে গিয়ে সকালে ধ্যানমগ্ন হন পরিনীতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মুম্বাই গিয়ে যশরাজ স্টুডিওসের অ্যাকাউন্টস বিভাগে চাকরির আবেদন করেন পরিণীতা। পদ ফাঁকা ছিল না বলে মার্কেটিং ও জনসংযোগ বিভাগে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হল তাঁকে। তিনি বরং সেই সুযোগটিই নিলেন। সেখানে কাজ করতে করতেই সিনেমা আর অভিনয়ের ব্যাপারে আগ্রহ তৈরি হতে থাকে। অফিসে পরিচালক মণীশ শর্মা তাঁকে দেখেন ‘লেডিজ ভার্সেস রিকি বেহল’ ছবির জন্য ডেকে নেন। অভিজ্ঞতা ছিল না বটে, কিন্তু সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি পরিণীতি। সেই অভিজ্ঞতার ভাগ দিতে গিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছিল, কতকাল ধরে আমি এ কাজ করছি! মণীশ বলেন “অ্যাকশন”, আমি শট দিলাম আর তিনি বললেন “কাট”। সঙ্গে সঙ্গে আমার মনে হলো, আমি পারব। মনে হচ্ছিল, এটা আমার ত্রিশতম ছবি। হয়তো আমি এতই রোমাঞ্চিত ছিলাম যে আর কোনো অনুভূতি কাজ করছিল না।’

পরিনীতি চোপড়া ও চলচ্চিত্র পরিচালক সুরাজ বারজাতিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সম্প্রতি নেপালে শুরু হয়েছে সুরাজ বারজাতিয়া পরিচালিত ‘উঁচাই’ ছবির শুটিং। বন্ধুত্বের গল্পের এ ছবিতে পরিণীতিকে দেখা যাবে একজন ট্যুরিস্ট গাইডের ভূমিকায়। অক্টোবর মাসজুড়ে নেপালে ছবির শুটিং চলবে। ছবিটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ও ড্যানি ডেনজংপা। পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টের বেসক্যাম্পের কাছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বিমানবন্দর লুকলায় হবে শুটিং।