চীন সেরে উঠেছে, আক্রান্ত আমির খান

২০২০ সালের শুরুতে যখন চীনে প্রথম করোনা ছড়িয়ে পড়ল, তখন আামির খান তাঁর চীনা বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন। চীনে আমির খানের জনপ্রিয়তার কথা কে না জানে! আর এখন চীন ভালো আছে। করোনায় আক্রান্ত হয়েছেন আমির খান। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর মুখপাত্র।

‘লাল সিং চাড্ডা’ সিনেমার সেটে আমির খান
ইনস্টাগ্রাম

আমিরের করোনায় আক্রান্তের মধ্য দিয়ে বলিউডের ‘খান শিবিরের’ প্রথম নাম হিসেবে যোগ হলো তাঁর নাম। প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে আমির খানের মুখপাত্রের পাঠানো এক বার্তায় লেখা হয়েছে, ‘আমির খানের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। চিকিৎসকের পরামর্শমতো সব ধরনের নিয়ম মেনে চলছেন। তাঁকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তিনি ভালো আছেন। দু–তিন দিনের ভেতরে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, আপনাদের করোনা পরীক্ষার অনুরোধ রইল। প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আপনাদের সবার শুভকামনা, উদ্বিগ্নতা আর প্রার্থনার জন্য ধন্যবাদ।’

আমির খান
ইনস্টাগ্রাম

গত বছরের ফেব্রুয়ারিতে চীনে যখন করোনা সংক্রমণ শুরু হয়, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খান তাঁর চীনা ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘যখন থেকেই চীনে করোনোভাইরাসের প্রাদুর্ভাবের কথা জেনেছি, তখন থেকেই আমার চীনা বন্ধুদের সুস্থতা নিয়ে চিন্তায় আছি। আমি আমার বেশ কয়েকজন চীনা বন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। চীনে করোনা সংক্রমণের খবর শুনে আমার হৃদয় ভারাক্রান্ত। আমি সমবেদনা জানাচ্ছি, যাঁরা এই ভাইরাসের কারণে তাঁদের কাছের স্বজন-বন্ধুদের হারিয়েছেন।’

আমির খান
ইনস্টাগ্রাম

এদিকে করোনা সংক্রমণের পর ভক্তদের মধ্যে সচেতনতা বাড়ানোর অনুরোধ করে আমির বলেন, ‘আমি আশা করব, আপনারা সাবধানে থাকবেন। প্রশাসন সবার সুরক্ষার জন্য যে নিয়ম অনুসরণ করতে বলছে, তা সবাই মেনে চলবেন। তাঁদের সহযোগিতা করুন, আমাদের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য। প্রত্যাশা করছি, একসঙ্গে আমরা সবাই এই দুর্যোগের সময়কে জয় করতে পারব।’

স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদের সঙ্গে আমির খান
ইনস্টাগ্রাম

আমির খান ভিডিও বার্তা পোস্ট করেছিলেন তাঁর পরের ছবি ‘লাল সিং চাড্ডা’–এর সেট থেকে। করোনার কারণে এই ছবির কাজ আটকে আছে। কবে মুক্তি পাবে, তা অনিশ্চিত। হলিউডের জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। সম্প্রতি এই সিনেমার কাজ নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছিলেন। মন দিয়ে কাজ করার জন্য ঘোষণা দিয়ে বিদায় বলেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। এবার কাজে ব্যাঘাত ঘটাল করোনাভাইরাস।

কারিনার সঙ্গে আমির
ইনস্টাগ্রাম

এ বছরের মার্চ মাসে নতুন করে একের পর এক বলিউড তারকাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে। রণবীর কাপুর, মনোজ বাজপেয়ি, সঞ্জয় লীলা বানসালিসহ আরও অনেকের সঙ্গে এই মাসে আক্রান্ত হলেন আমির খান।