চোখের জলে ‘বিগ বস’ সিদ্ধার্থকে শেষবিদায়

বিগ বস মঞ্চে সিদ্ধার্থ শুক্লা
এএনআই

চিরবিদায় নিলেন টেলিভিশন দুনিয়ার ‘বিগ বস’ সিদ্ধার্থ শুক্লা। শুধু সিদ্ধার্থের প্রিয়জন বা ভক্তরা নন, প্রকৃতিও যেন চোখের জলে বিদায় জানাল এই টেলি তারকাকে। প্রবল বৃষ্টি মাথায় করে প্রিয় সিডকে শেষদর্শনের জন্য ওশিয়ারা শ্মশানঘাটে অপেক্ষায় ছিলেন তাঁর হাজার হাজার অনুরাগী।
শুক্রবার ওশিয়ারা শ্মশানঘাটে সিদ্ধার্থের শেষকৃত্য সম্পন্ন হলো। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেছেন ৪০ বছর বয়সী এই টেলিভিশন তারকা। তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র চলচ্চিত্রের জগতে।

বলিউড, তথা টেলিভিশন দুনিয়ার তারকারা সিদ্ধার্থের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এই টেলি তারকার মৃত্যুতে তাঁর হাজার হাজার অনুরাগী শোকাচ্ছন্ন। টেলিভিশন, তথা বলিউড দুনিয়ার অনেক অভিনয়শিল্পী গতকাল দুপুর থেকে সিদ্ধার্থের বাসায় তাঁর পরিবারকে সমবেদনা জানানোর জন্য পৌঁছে ছিলেন। আজ সকালেও তাঁর বাসায় ভিড় ছিল। আজ দুপুরে সকলে চোখের জলে শেষবিদায় জানিয়েছেন সিদ্ধার্থকে।

সিদ্ধার্থ শুক্লা

কথা ছিল, অন্তিমযাত্রার আগে সিদ্ধার্থকে তাঁর বাসায় নিয়ে যাওয়া হবে। কিন্তু ২৪ ঘণ্টার বেশি সময় পার হওয়ার জন্য তাঁর মরদেহ কুপার হাসপাতাল থেকে সোজা ওশিয়ারা শ্মশানে নিয়ে যাওয়া হয়। ব্রহ্মকুমারী রীতিনীতি মেনে সিদ্ধার্থের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। অন্তিমযাত্রায় তাঁকে বিদায় জানাতে বিনোদন দুনিয়ার অনেকে হাজির ছিলেন। ওশিয়ারা শ্মশানঘাটে সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ গিল তাঁর প্রিয় সিডকে চোখের জলে শেষবিদায় জানান। ছেলেকে অন্তিম দর্শনের জন্য শ্মশানঘাটে এসেছিলেন মা রীতা শুক্লা।

সিদ্ধার্থ শুক্লা
এএনআই

সিদ্ধার্থ শুক্লার পোস্টমর্টেম রিপোর্ট কুপার হাসপাতাল মুম্বাই পুলিশের হাতে তুলে দিয়েছে। ওশিয়ারা পুলিশ স্টেশন সূত্রে জানা গেছে যে এই টেলি তারকার শরীরের বাইরে বা ভেতরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে সিদ্ধার্থের মৃত্যুর প্রকৃত কারণ এখন পর্যন্ত জানাননি চিকিৎসকেরা। গতকাল চার ঘণ্টা কুপার হাসপাতালে সিদ্ধার্থের পোস্টমর্টেম হয়েছে। এই রিপোর্টে পাঁচজন চিকিৎসকের স্বাক্ষর আছে। কুপার হাসপাতালের তিনজন চিকিৎসক সিদ্ধার্থের পোস্টমর্টেম করেছেন। কিন্তু রিপোর্টে তাঁরা এই টেলি তারকার মৃত্যুর কারণ জানাননি।

কারণ, মুম্বাই পুলিশ সিদ্ধার্থের বিসরার ফরেনসিক তদন্তের জন্য মুম্বাইয়ের কালিনা ফরেনসিক ল্যাবে পাঠাবে। এখানকার হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট থেকে স্পষ্ট হবে যে সিদ্ধার্থের মৃত্যু কারণ হৃদ্‌রোগ না অন্য কোনো কারণ আছে। এই রিপোর্ট আসতে ২০-২৫ দিন সময় লাগবে। মুম্বাই পুলিশ জানিয়েছে যে তারা কোনো রকম তাড়াহুড়ো করবে না। কেমিক্যাল আর অ্যানালাইসিস রিপোর্টের অপেক্ষায় আছে তারা।

সিদ্ধার্থ মডেল হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন
এএনআই

সিদ্ধার্থ মডেল হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘বাবুল কা আঙ্গন ছুটে না’ টেলিভিশন ধারাবাহিক থেকে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ‘বালিকা বধূ’ ধারাবাহিক তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’–এর সবচেয়ে পছন্দের প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ। তিনি এই সিজনে বিজয়ী হয়েছিলেন।