জন্মদিনে অজানা শ্রদ্ধা কাপুর

>

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তিনি কেবল অভিনয়ের দক্ষতায় নয় পাশাপাশি সুরেলা কণ্ঠ, নৃত্যের চালচলন ও ফ্যাশনের কারণে তিনি মুগ্ধ করেছেন অনেককে। বড় পর্দায় প্রবেশের পর নজর কেড়েছেন। গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে ভূমিকার কারণে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন হয়েছেন শ্রদ্ধা কাপুর। গতকাল মঙ্গলবার ৩ মার্চ ছিল তাঁর জন্মদিন। আশিকী ২, বাগি, হাফ গার্লফ্রেন্ড, হাসিনা পার্কার, সাহো অভিনেত্রী সম্পর্কে সব তথ্য জানলে হতবাক হতে পারেন পাঠক। ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া

১ / ৯
১৯৮৭ সালের ৩ মার্চ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে (তখন নাম ছিল বম্বে) জন্ম শ্রদ্ধা কাপুরের। সেখানেই বড় হয়েছেন। জনপ্রিয় বলিউড অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা। মা শিবাঙ্গি কাপুর।
১৯৮৭ সালের ৩ মার্চ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে (তখন নাম ছিল বম্বে) জন্ম শ্রদ্ধা কাপুরের। সেখানেই বড় হয়েছেন। জনপ্রিয় বলিউড অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা। মা শিবাঙ্গি কাপুর।
২ / ৯
স্কুল জীবন শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের জামনা বাঈ নারসি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর আমেরিকান স্কুল অব বোম্বেতে ভর্তি হন। সেখানে তাঁর স্কুল বন্ধু ছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি এবং অভিনেতা টাইগার শ্রফ।
স্কুল জীবন শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের জামনা বাঈ নারসি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর আমেরিকান স্কুল অব বোম্বেতে ভর্তি হন। সেখানে তাঁর স্কুল বন্ধু ছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি এবং অভিনেতা টাইগার শ্রফ।
৩ / ৯
মোহিত সুরির রোমান্টিক ছবি আশিকী-২ (১৯৯০-এর চলচ্চিত্র আশিকীর সিক্যুয়াল) ছিল শ্রদ্ধার জীবনের মোড় ঘোরানো ছবি। আদিত্য রায় কাপুরের সঙ্গে এ ছবিতে অভিনয় করার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছবিতে দুর্দান্ত অভিনয় করেন শ্রদ্ধা। এরপর আদিত্য-শ্রদ্ধা জুটি এবং ছবির গানগুলো প্রশংসিত ও জনপ্রিয় হয়েছিল। দর্শকের মনে জায়গা করে নিয়েছিল ছবিটি। এ ছবি তাঁকে বড় মাপের তারকা হতে সাহায্য করে। পরে মোহিত সুরির সঙ্গে ২০১৪ সালে কাজ করেন ‘এক ভিলেন’ ছবিতে।
মোহিত সুরির রোমান্টিক ছবি আশিকী-২ (১৯৯০-এর চলচ্চিত্র আশিকীর সিক্যুয়াল) ছিল শ্রদ্ধার জীবনের মোড় ঘোরানো ছবি। আদিত্য রায় কাপুরের সঙ্গে এ ছবিতে অভিনয় করার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছবিতে দুর্দান্ত অভিনয় করেন শ্রদ্ধা। এরপর আদিত্য-শ্রদ্ধা জুটি এবং ছবির গানগুলো প্রশংসিত ও জনপ্রিয় হয়েছিল। দর্শকের মনে জায়গা করে নিয়েছিল ছবিটি। এ ছবি তাঁকে বড় মাপের তারকা হতে সাহায্য করে। পরে মোহিত সুরির সঙ্গে ২০১৪ সালে কাজ করেন ‘এক ভিলেন’ ছবিতে।
৪ / ৯
পড়াশোনায় ভালো ছিলেন শ্রদ্ধা কাপুর। দ্বাদশ শ্রেণিতে ৯৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে পড়াশোনা করেন।
পড়াশোনায় ভালো ছিলেন শ্রদ্ধা কাপুর। দ্বাদশ শ্রেণিতে ৯৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে পড়াশোনা করেন।
৫ / ৯
১৬ বছর বয়সে শ্রদ্ধাকে প্রথম চলচ্চিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। স্কুলে অভিনয় দেখে বলিউডের ‘ব্যাচেলর’ অভিনেতা সালমন খান শ্রদ্ধাকে একটি চলচ্চিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন। শ্রদ্ধা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন পড়াশোনার জন্য।
১৬ বছর বয়সে শ্রদ্ধাকে প্রথম চলচ্চিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। স্কুলে অভিনয় দেখে বলিউডের ‘ব্যাচেলর’ অভিনেতা সালমন খান শ্রদ্ধাকে একটি চলচ্চিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন। শ্রদ্ধা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন পড়াশোনার জন্য।
৬ / ৯
শ্রদ্ধা কাপুরের প্রথম চলচ্চিত্র হলো ২০১০ সাল মুক্তি পাওয়া ‘তিন পাত্তি’। ছবিতে আরও ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন ও মাধবন। এক কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেন শক্তি কাপুরের মেয়ে।
শ্রদ্ধা কাপুরের প্রথম চলচ্চিত্র হলো ২০১০ সাল মুক্তি পাওয়া ‘তিন পাত্তি’। ছবিতে আরও ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন ও মাধবন। এক কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেন শক্তি কাপুরের মেয়ে।
৭ / ৯
স্কুলে পড়াশোনা ছাড়াও নাচ, গান, অভিনয়, খেলাধুলায় পারদর্শী ছিলেন শ্রদ্ধা।
স্কুলে পড়াশোনা ছাড়াও নাচ, গান, অভিনয়, খেলাধুলায় পারদর্শী ছিলেন শ্রদ্ধা।
৮ / ৯
চা খেতে খুব পছন্দ করেন শ্রদ্ধা কাপুর। জাপানিজ খাবার, কাপ কেক এবং চকলেট খুব পছন্দ করেন তিনি। এ ছাড়াও, শ্রদ্ধা কাপুর ফিশ কারি খেতে অত্যন্ত পছন্দ করেন। আর সবচেয়ে পছন্দের জায়গা ফ্রান্সের রাজধানী প্যারিস।
চা খেতে খুব পছন্দ করেন শ্রদ্ধা কাপুর। জাপানিজ খাবার, কাপ কেক এবং চকলেট খুব পছন্দ করেন তিনি। এ ছাড়াও, শ্রদ্ধা কাপুর ফিশ কারি খেতে অত্যন্ত পছন্দ করেন। আর সবচেয়ে পছন্দের জায়গা ফ্রান্সের রাজধানী প্যারিস।
৯ / ৯
অনেক পণ্যর ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রদ্ধা কাপুর। ভেসলিন, ভিট, লিপটন এবং ল্যাকমে ইন্ডিয়াসহ বড় কয়েকটির অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
অনেক পণ্যর ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রদ্ধা কাপুর। ভেসলিন, ভিট, লিপটন এবং ল্যাকমে ইন্ডিয়াসহ বড় কয়েকটির অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর।