সোনাক্ষীও ফিরছেন শুটিং ফ্লোরে

অভিনেত্রী সোনাক্ষী সিনহা
ইনস্টাগ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে মোটামুটি পাট চুকিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে ডিজিটাল দুনিয়ায় অভিষেকের জন্য প্রস্তুত এই তারকা। খুব শিগগির সোনাক্ষী তাঁর নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন।

করোনার আতঙ্ক পেছনে ফেলে নিজস্ব ছন্দে ফিরছে বলিউড। ছোট–বড় সব তারকাই শুটিং শুরু করে দিয়েছেন। সোনাক্ষীও ফিরছেন শুটিং ফ্লোরে। রীমা কাগতি পরিচালিত ওয়েবসিরিজ ‘ফলেন’ দিয়ে ডিজিটাল দুনিয়ায় আসতে যাচ্ছেন শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী।

পরিচালক রিমা কাগতির শুটিংয়ের সব কাজ চূড়ান্ত। শুটিং শিডিউলও তৈরি। এখন কেবল শুটিংয়ে নামার অপেক্ষা। ইতিমধ্যে প্রযোজনা–সংশ্লিষ্ট একটি দল শুটিং স্পটও বাছাই করেছে। আগামী বছর জানুয়ারি মাস থেকে পুরোদমে শুরু হবে শুটিং। রিমা ৩৫ জনের একটি দল প্রস্তুত করেছেন। শুটিংয়ে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হবে। শুটিংয়ের আগে শুটিং দলের সব সদস্যের করোনা পরীক্ষা করা হবে।

‘ফলেন’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছে এক্সেল মুভিজ ও টাইগার বেবি ফিল্মস। ক্রাইম–থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে সোনাক্ষীকে দেখা যাবে প্রতাপশালী এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। ‘আকিরা’ ছবির পর এই ধরনের গল্পই খুঁজছিলেন সোনাক্ষী। ‘প্রথম আলো’কে এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছিলেন, অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবিতে কাজ করতে ইচ্ছুক তিনি। ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়ার কথা।

সোনাক্ষী সিনহা।
ইনস্টাগ্রাম

‘দাবাং থ্রি’ ছবির পর সোনাক্ষীকে ‘মন মাতানো চরিত্রে’ আর পর্দায় দেখা যায়নি। এ ছাড়া নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত ‘ঘুমকেতু’ ছবিতে তাঁকে অতিথি চরিত্রে দেখা গেছে। অজয় দেবগনের সঙ্গে ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষী। বড় বাজেটে নির্মিত এই ছবিও বড় পর্দায় নয়, একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে।