ডিম্পল ছবির খুবই গুরুত্বপূর্ণ অংশ: নোলান

ডিম্পল কাপাডিয়া ও ক্রিস্টোফার নোলান
সংগৃহীত

শুধু ভারতীয় একটি চরিত্র রাখতে আর ভারতে শুটিংয়ের জন্যই সেখানে যাননি হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান। বরং গল্পের প্রয়োজনে দরকার ছিল এমন একটি চরিত্র, যা ভারতকে প্রতিনিধিত্ব করে। তাই নোলানের চলচ্চিত্র টেনেট-এ বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া শুধু নামকাওয়াস্তে নন, জায়গা পেয়েছেন গুরুত্বসহকারেই।

বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে ছবি বানানো প্রসঙ্গে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে নোলান বলেন, ‘এটা খুবই মজার যে আমি বরাবরই গুপ্তচর ঘরানার সিনেমা নিয়ে হাজির হই। এসব ছবি দিয়ে দর্শক এমন বিশ্বে ঘুরে আসতে পারেন, যেখানে সাধারণত তাঁরা যান না। এমন সব বিষয় তিনি দেখতে পারেন, যা স্বাভাবিকভাবে তাঁরা দেখার সুযোগ পান না।’

এই নির্মাতা মনে করেন, আন্তর্জাতিক একটি প্রকল্পকে সত্যিকারের অর্থবহ ও বাস্তবসম্মত করার একটা অসাধারণ উপায় হলো, বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে কাজ করা। নোলান উদাহরণস্বরূপ উল্লেখ করেন একজন ভারতীয়র চরিত্রে ডিম্পল কাপাডিয়াকে ছবিতে নেওয়ার প্রসঙ্গটি। তিনি বলেন, ‘যেমন শুধু মুম্বাই শহরকে প্রেক্ষাপট ধরে আমেরিকান অভিনেতাকে দিয়ে শুটিং করার জন্য এখানে আসার আমার পরিকল্পনা ছিল না। ছবিতে আমি একটি ভারতীয় চরিত্রই দেখাতে চেয়েছি। এ কারণে ছবিতে ডিম্পল কাপাডিয়ার “প্রিয়া”চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।’

ক্রিস্টোফার নোলান
সংগৃহীত

নোলানের নতুন এই স্পাই থ্রিলার দুজন সিক্রেট এজেন্টকে নিয়ে। এই দুই চরিত্রে দেখা গেছে রবার্ট প্যাটিনসন ও জন ডেভিড ওয়াশিংটনকে। ছবিটি সাতটি দেশ—ভারত, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, যুক্তরাজ্য, এস্তোনিয়া, ইতালি ও নরওয়েতে শুটিং হয়েছে। প্রযোজনায় ওয়ার্নার ব্রাদার্স।