তহবিল খুলে আরও ২ কোটি দিলেন আনুশকারা

জন্মদিনের ঘোষণাতেই ছিল ইঙ্গিত। করোনায় স্মরণকালের সবচেয়ে ভয়ংকর দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে ভারত। তাই বলিউড তারকা আনুশকা শর্মার ৩৩তম জন্মদিন কেটেছে নীরবে, কেক না কেটেই, এক ফুঁতে ৩৩টি মোমবাতি না নিভিয়েই। সেদিন ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, মহামারিকালে মানুষের জন্য তিনি ও তাঁর জীবনসঙ্গী বিরাট কোহলি একটা উদ্যোগ নিয়েছেন। শিগগিরই জানা যাবে সেই উদ্যোগের বিষয়ে। এবার বিস্তারিত জানালেন আনুশকা ও বিরাট দুজনই। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এ খবর দেন এই দম্পতি। ‘ইন দিস টুগেদার’ নামে একটি ফান্ড খুলেছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় এই দম্পতি। শুরুতে সেই ফান্ডে নিজেরাই দিয়েছেন দুই কোটি রুপি। তাঁদের লক্ষ্য সাত কোটি রুপি সংগ্রহ করা।

বিরাট কোহলি ও আনুশকা শর্মা
ইনস্টাগ্রাম

ওই ভিডিওতে এই আনুশকা ও বিরাট সবাইকে অর্থদানে উৎসাহিত করে বলেন, ‘একটা জীবনের জন্য কোনো অ্যামাউন্টই ছোট নয়। আপনার ছোট ছোট দানই পার্থক্য গড়ে দেয়। তাই নির্দ্বিধায়, নিঃসংকোচে অর্থ দিন। এই অর্থ সরাসরি অক্সিজেন সরবরাহ, টিকা তৈরি ও টিকাদান, টেলিমেডিসিন সেবা এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ব্যয় করা হবে। এর মাধ্যমে আমরা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াব। একসঙ্গে লড়াই করে এই সংকট কাটিয়ে উঠব।’

আনুশকা শর্মা
ইনস্টাগ্রাম

এর আগে আনুশকা বলেছিলেন, কিছুই যদি করা সম্ভব না হয়, তাহলে যেন সবাই ঘরে থেকে ভারতের পাশে দাঁড়ায়। ‘পিকে’, ‘সুলতান’, ‘জাব হ্যারি মেট সেজাল’, ‘রাব নে বানা দে জোড়ি’খ্যাত এই বলিউড তারকা জানিয়েছিলেন, তিনি ও তাঁর ক্রিকেটার জীবনসঙ্গী বিরাট কোহলি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। শিগগিরই সবাইকে সে বিষয়ে বিস্তারিত জানাবেন।

আনুশকা শর্মা
ইনস্টাগ্রাম

এর আগে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর জীবনসঙ্গী নিক জোনাসও এ রকম একটি উদ্যোগ নিয়েছেন। তাঁরা ইতিমধ্যে ছয় কোটি রুপি সংগ্রহ করেছেন। প্রিয়াঙ্কাদের ফান্ডে অর্থ দিয়েছেন হিউ জ্যাকম্যানও।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
এএফপি