তাঁরা সামাজিক মাধ্যমে আছেন কিন্তু...

তারকাদের মতো তাঁদের সন্তানদের নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। কিন্তু অনেক তারকাই আছেন, যাঁরা সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চান। কারণ, এই প্ল্যাটফর্মের নেতিবাচক দিকগুলো যেন ছুঁয়ে না যায় শিশুর মন। স্বাভাবিক জীবনেই যেন বেড়ে ওঠে তারা।

১ / ৫
সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথম ছেলে তৈমুর আলী খান সোশ্যাল মিডিয়ার অন্যতম তারকা। কিন্তু ছোট ভাই জেহকে ঠিক বিপরীতভাবে বড় করছেন সাইফিনা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখছেন তাঁকে। মাঝেমধ্যে ছবি দিলেও তাতে চেহারা বোঝা যায়নি।
ইনস্টাগ্রাম
২ / ৫
আনুশকা শর্মা ও বিরাট কোহলির মেয়ে ভামিকা। ক্রিকেট ও বিনোদন—দুই ইন্ডাস্ট্রিতেই ভামিকাকে নিয়ে আগ্রহ। বিরুশকার মতে, যতক্ষণ পর্যন্ত ভামিকা সোশ্যাল মিডিয়া ব্যাপারটি না বুঝতে পারে, ততক্ষণ পর্যন্ত তাকে এর থেকে দূরে রাখা হবে। বড় হয়ে চাইলে সে তার মতো করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবে।
ইনস্টাগ্রাম
৩ / ৫
রানি মুখার্জি ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরা। এই দম্পতিও তাঁদের মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন। রানি এক সাক্ষাৎকারে জানান, তাঁরা তাঁদের মেয়েকে স্বাভাবিক জীবনের মধ্য দিয়ে বড় করতে চান। মা–বাবা যেহেতু জনপ্রিয় ও পরিচিত মানুষ, তাই এটা তার স্বাভাবিক জীবনে প্রভাব ফেলতে পারে।
ইনস্টাগ্রাম
৪ / ৫
রাভিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা মাঝেমধ্যেই ক্যামেরায় ধরা পড়েন। এ ছাড়া তাঁর দুই পালক মেয়ে পূজা ও ছায়াকে পাপারাজ্জিদের কাছ থেকে দূরেই রাখেন রাভিনা।
ইনস্টাগ্রাম
৫ / ৫
আমির খান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে। তাঁর ছোট ছেলে আজাদ রাও খানকেও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রেখেছেন।
ইনস্টাগ্রাম