তারা সুতারিয়ার অদ্ভুত অভ্যাস
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে অভিষেক। এবারে তেলেগু ছবি ‘আরএক্স হানড্রেড’-এর হিন্দি রিমেক ‘তাড়াপ’–এ আসছেন তারা সুতারিয়া। সে ছবির প্রচারণায় গিয়ে নিজের অদ্ভুত একটা অভ্যাসের কথা জানালেন তারা। এই অভিনেত্রী স্বীকার করলেন, লুকিয়ে ভক্তদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘুরে বেড়ান তিনি।
ভক্তদের যেখানে প্রিয় তারকার ফোসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুঁ মারার কথা, সেখানে ভক্তদের অ্যাকাউন্টে গোপনে ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং তারকা! অভ্যাসটা অদ্ভুত বলতে হবে। এ সময় জানতে চাওয়া হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আসক্তি আছে কি না। তারা বলেন, ‘যতটা সময় ইনস্টাগ্রামে থাকি, আসলে তার চেয়ে বেশি সময় আমার সেখানে থাকা উচিত। নতুন বছরে আমি ইনস্টাগ্রামে আরও বেশি সময় দেব। তবে মনে হয় না আমি আসক্ত হয়ে পড়েছি।’
‘তাড়াপ’ ছবিতে তারা সুতারিয়ার হাতে হাত রেখে অভিনেতা সুনীল শেঠির ছেলে আহান শেঠিরও অভিষেক হতে যাচ্ছে। তারার কাছে জানতে চাওয়া হয়, অভিনয় না অ্যাকশন—আহানের কোন দিকটি আকর্ষণীয় লাগে? জবাবে তারা বলেন, ‘দুটোই। তবে যেকোনো একটির কথা জানতে চাইল বলব, অভিনয়।’ কোনো অভিনেত্রীর ওয়ার্ডরোব ঘাঁটার সুযোগ পেলে কারটা ঘাঁটবেন? জবাবে সুতারিয়া বলেন, ‘দীপিকার।’
আহান শেঠি প্রসঙ্গে আগেও একবার নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন তারা সুতারিয়া। একেবারে ভিন্ন এক জায়গা থেকে আহানের প্রতি আকর্ষণ অনুভব করেন তিনি। বলেছিলেন, ‘আহানের মধ্যে আমি সুনীল স্যারকে খুঁজে পাই।’
শুক্রবার মুক্তি পাচ্ছে ‘তাড়াপ’। মিলন লুথরিয়া পরিচালিত এ ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদ্দৌলা।