তৃণমূল থেকে নির্বাচনে যে তারকারা

সায়ন্তিকা, সায়নী, কৌশানী ও নুসরাত

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন টালিউড নির্মাতা রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, জুন মাল্য, কাঞ্চন মল্লিক, মানালি দে, সায়নী ঘোষ ও ক্রিকেটার মনোজ তিওয়ারি। এই তালিকার অনেকেই পরোক্ষভাবে সমর্থন করলেও এবার প্রত্যক্ষভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন তাঁরা। ক্রমে দলটিতে বাড়ছে পর্দার তারকাদের ভিড়।

নির্বাচন করবেন অভিনেত্রী সায়নী ঘোষ, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা সৌরভ চক্রবর্তী, রত্না চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ইন্দ্রনীল, শিল্পী অদিতি মুন্সি এবং ক্রিকেট তারকা মনোজ তিওয়ারি

গতকাল শুক্রবার তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেখানে স্থান পেয়েছেন টালিউডের একঝাঁক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন বেশ কজন অভিনয়শিল্পী ও পরিচালক। প্রার্থী তালিকা থেকে দেখা যায় আসানসোল দক্ষিণ থেকে নির্বাচন করবেন অভিনেত্রী সায়নী ঘোষ, বারাকপুর থেকে পরিচালক রাজ চক্রবর্তী, আলিপুর দুয়ার থেকে টেলিভিশন অভিনেতা সৌরভ চক্রবর্তী, রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্ব থেকে। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে, কীর্তনশিল্পী অদিতি মুন্সি রাজাহাট-গোপালপুর থেকে, সোহম চক্রবর্তী চণ্ডীপুর থেকে, কৌশানী মুখোপাধ্যায় কৃষ্ণনগর উত্তর, কাঞ্চন মল্লিক উত্তরপাড়া থেকে, ইন্দ্রনীল চন্দননগর থেকে এবং ক্রিকেট তারকা মনোজ তিওয়ারি শিবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তৃণমূলের পতাকাতলে টালিগঞ্জ তারকারা। ছবি: সংগৃহীত

মোদির দল বিজেপিতেও দেখা যাবে বেশ কিছু টালিউড তারকাকে। সম্প্রতি রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, হিরণ যোগ দিয়েছেন বিজেপিতে। এমনকি শোনা যাচ্ছে মিঠুন চক্রবর্তীও যোগ দিতে পারেন এই দলে। ক্যারিয়ারের শেষ সময়ে এসে রাজনীতিতে যোগ দিয়েছেন তাপস পাল, দেবশ্রী রায়, শতাব্দী রায়, চিরঞ্জিতের মতো তারকারা। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থীর মধ্যে ৫ জন ছিলেন তারকা। তাঁরা হলেন দেব, শতাব্দী রায়, মুনমুন সেন, মিমি চক্রবর্তী ও নুসরত জাহান।