দুলকার সালমানের ‘চার্লি’ দেখে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন এক বাংলাদেশি তরুণ

মালয়ালম ইন্ড্রাস্টির জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের আজ জন্মদিনকোলাজ

মালয়ালম ইন্ড্রাস্টির জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের আজ জন্মদিন। ৪০ বছর বয়সের এই অভিনেতা ভারতে তুমুল জনপ্রিয়। তাঁর জন্মদিনে ১০টি অজানা তথ্য তুলে ধরা হলো

মালয়ালম অভিনেতা হিসেবে ভারতের ‘সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ’–এর তালিকায় প্রতিবারই তাঁর নাম থাকে
ছবি: ফেসবুক

কাঙ্ক্ষিত পুরুষ
মালয়ালম অভিনেতা হিসেবে তিনিই ভারতের ‘সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ’–এর তালিকায় স্থান করে নিয়েছেন। ২০১৪ সাল থেকে কোচি টাইমসের  ‘সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ’-এর তালিকায় প্রতিবারই তাঁর নাম থাকে। সর্বশেষ ২০২০ সালের জরিপে ১ নম্বরে আছে দুলকার সালমানের নাম।

দুলকার সালমান

ব্যবসাতেও সফল
অভিনেতা হিসেবে যেমন, তেমনি ব্যবসায়ী হিসেবেও সমান সফল দুলকার সালমান। বেঙ্গালুরুর একটি হাসপাতালের তিনি পরিচালক। অনলাইনে ট্রেডিং কারের ব্যবসায়েও তিনি সফল।

পরিবারের সঙ্গে দুলকার সালমান
ছবি: ফেসবুক

এখনো তিনি চার্লি
পড়াশোনা ও বিয়ের পাঠ চুকিয়ে অভিনয়ে আসেন। প্রথম সিনেমা ‘সেকেন্ড শো’তে তেমন একটা সাড়া পাননি। সিনেমাটি ছিল একদম বিকল্প ধারার অগতানুগতিক গল্প। একই বছরে অভিনয় করেন ‘ওস্তাদ হোটেল’ সিনেমায়। এই সিনেমা জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় ২০১৫ সালে তিনি ‘চার্লি’ সিনেমায় অভিনয় করেন। এখনো ভক্তদের কাছে তিনি চার্লি নামেই পরিচিত।

২০১৫ সালে তিনি ‘চার্লি’ সিনেমায় অভিনয় করেন

পায়ে ফ্র্যাকচার তবু
ভক্তদের তিনি কখনোই হতাশ করতে চান না। সময় পেলে ভক্তদের সঙ্গে দেখাও করেন। একবার একটি স্টেজ অনুষ্ঠানের অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পান। এমন অবস্থায় সবাই তাঁকে বলেছিলেন প্রোগ্রামে অংশ না নিতে। কিন্তু ভক্তদের কথা ভেবে তিনি পায়ের ফ্র্যাকচার নিয়ে দুটি গানের সঙ্গে পারফরম্যান্স করেন।

মলিউডের সফল, বলিউডে...
মলিউড ইন্ড্রাস্টিতে তিনি সফল নায়কের নাম। মলিউডে মুক্তি পাওয়া তাঁর বেশির ভাগ সিনেমার সঙ্গেই সুপার ডুপার হিট তকমা লাগানো। ইরফান খানের সঙ্গে হিন্দি সিনেমা ‘কারওয়াঁ’ দিয়ে তাঁর বলিউডে অভিষেক। সিনেমাটি সেভাবে সফলতা পায়নি।

মলিউড ইন্ড্রাস্টিতে দুলকান সালমান সফল নায়কের নাম

বাংলাদেশ কানেকশন
বাংলাদেশের বিষাদগ্রস্ত এক তরুণ একবার তাঁর ‘চার্লি’ সিনেমা দেখে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। দুলকারের সেই ভক্ত পরে নিজের সন্তানের নাম রাখেন দুলকার সালমান। এই খবর পৌঁছে যায় দুলকার সালমানের কানে। তিনি সেই ভক্তসহ সব বাংলাদেশি ভক্তকে শুভেচ্ছা জানিয়েছিলেন। জানিয়েছিলেন কলেজে পড়ার সময় তাঁর অনেক বাঙালি বন্ধু ছিল।

ছোট থেকে শখের বসেই গান গাইতেন দুলকার সালমান
ছবি: ফেসবুক

নায়ক থেকে গায়ক
ছোট থেকে শখের বসেই গান গাইতেন দুলকার সালমান । হঠাৎ করেই ‘আমেরিকান বর্ন কনফিউজড দেশি’ সিনেমায় তাঁকে গান গাইতে দেখা যায়। ‘জনি মনে জনি’ শিরোনামে প্রথম গান গেয়ে বেশ প্রশংসা পান। পরে ‘নিজান’ ও ‘চার্লি’ সিনেমায় তাঁকে গাইতে দেখা যায়।

দুলকার সালমানের বাবাও মলিউডের জনপ্রিয় অভিনেতা
ছবি: ফেসবুক

নিয়ম অমান্য করে ভাইরাল
সিগনাল অমান্য করে গাড়ি চালানোর জন্যও প্রায়ই খবর হন সালমান। সম্প্রতি তাঁর ট্রাফিক বিধিভঙ্গের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

কে বেশি জনপ্রিয়? ছেলে না বাবা?
দুলকার সালমানের বাবাও মলিউডের জনপ্রিয় অভিনেতা। তাঁর বাবার নাম মামুত্তি। দুলকারের ইচ্ছা ছিল ব্যবসায়ী হবেন। বাবার অভিনয় দেখতে দেখতেই পরে তিনি অভিনয়ের প্রেমে পড়ে যান। চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তাঁর বাবা, জাতীয় পুরস্কার পেয়েছেন ৩ বার আর ফিল্মফেয়ার ১৩ বার।

দুলকার সালমান

অন্যদিকে মাত্র তিনবার ফিল্মফেয়ার পেয়েছেন দুলকার। তবে ফেসবুক ফলোয়ারে বাবার চেয়ে এগিয়ে আছেন ছেলে। মামুত্তির অনুসারী ৪৭ লাখ, দুলকারের ৬৭ লাখ।

সামাজিক কর্ম
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত। সেভ রাইডিং ক্যাম্পেইনের সঙ্গে তিনি যুক্ত।

দুলকার সালমান
ছবি: ফেসবুক