দিশার নতুন ভিডিও
টাইগার শ্রফ আর দিশা পাটানি প্রেম করছেন। এ খবর নতুন নয়। দুজন দুজনকে ভালোবাসেন, এ ছাড়া দুজনের আরও একটি বিষয়ে মিল রয়েছে। আর সেটা যে কেবল মিল, তা নয়। কে কাকে ছাড়িয়ে যাবেন, দুজনের মধ্যে আছে সেই প্রতিযোগিতা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন দিশা। যেন প্রমাণ রাখলেন, ফিটনেসের দিক থেকে এগিয়ে থাকতে কম খাটছেন না তিনি।
এই অভিনেত্রী কখনোই তাঁর ভক্তদের হতাশ করেন না। প্রায়ই পোস্ট করেন নিজের শরীরচর্চার ভিডিও। সেসব দেখে মাঝে মাঝে চমকেও ওঠেন অনেকে। কারণ, শরীরচর্চার ভিডিওর সঙ্গে প্রায়ই দেখা যায় তাঁর উড়ন্ত কিক। ফিটনেসসচেতন ব্যক্তিরা দিশাকে দেখে অনুপ্রাণিত হতেই পারেন। সম্প্রতি নতুন ভিডিও পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ওই ভিডিওটি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেখানে দেখা গেল, ৮০ কেজি ওজন তুলেছেন। তবে এটি যে কেবল ভক্তদের দেখানোর জন্য করেছেন, তা নয়। একেবারেই স্বাভাবিকভাবে পাঁচবার তিনি তুললেন ভারী এই বস্তু। বলার অপেক্ষা রাখে না, ফিটনেসসচেতন প্রেমিক টাইগার শ্রফকে টেক্কা দিতে দিশাও এগিয়ে যাচ্ছেন একেবারে দাঁতে দাঁত চেপে। ভিডিও দেখে উচ্ছ্বসিত ভক্তরা। মন্তব্যে তাঁরা বলেছেন, ‘হটেস্ট অ্যাক্টরস’, ‘ফ্যাশনিস্তা’, ‘ফিটনেস ফ্রিক’সহ আরও কত কী। টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফও আরেক ফিটনেসসচেতন মানুষ। ভাইয়ের প্রেমিকার অমন ভিডিও দেখে তর সইল না তাঁর। মন্তব্যের ঘরে লিখেই দিলেন, ‘তুমি তো পুরাই আগুন।’
এবারই প্রথম নয়। দিশার ইনস্টাগ্রাম ঘাঁটলে শরীরচর্চার এ রকম অনেক ভিডিও আর ছবি পাওয়া যাবে। শুধু শরীরচর্চা কেন, সমুদ্রের তীরে রোদ পোহানোর ছবি পোস্ট করেও মাঝেমধ্যে ইনস্টাগ্রামে আগুন ঝরান এই অভিনেত্রী। তবে শরীরচর্চার মধ্যেই নিজেকে বিলিয়ে দেননি দিশা। সিনেমার কাজও করছেন সমানতালে। সম্প্রতি শুটিং শেষ করেছেন করণ জোহরের ছবি ‘যোদ্ধা’র। এই ছবিতে দিশার সঙ্গী সিদ্ধার্থ মালহোত্রা। এ ছাড়া দিশাকে দেখা যাবে ‘এক ভিলেন টু’ ছবিতে।