নারী সহশিল্পী নিয়ে যা বললেন শাহরুখ

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম।

রুপালি পর্দায় নেই শাহরুখ খান। ভক্তরা তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারেন না! অনলাইনে প্রিয় তারকাকে দেখতে তাঁরা দেখছেন পুরোনো ছবি কিংবা সাক্ষাৎকার। ২০১৮ সালে দেওয়া শাহরুখ খানের একটি সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি বলেছেন, তাঁর জীবনে নারীর অবদান নিয়ে।

শাহরুখ খান ও আলিয়া ভাট
ইনস্টাগ্রাম

ওই সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘আমার বয়স যখন ১৪, তখন আমার বাবা মারা যান। আমার নানা আরও আগেই মারা গিয়েছিলেন। আমার মায়ের কোনো ভাই ছিল না। তিন বোন ছিল। এর মানে হলো, আমি বড় হয়েছি আমার মা, তিন খালা আর বোনের সঙ্গে। আমার বোন এখনো আমার সঙ্গেই থাকে। মা মারা গেলেন। আমি বিয়ে করলাম। আমার একটা মেয়ে হলো। আর এর মধ্যেই আমি নারীদের সঙ্গে কাজ করে জনপ্রিয়তা পেলাম। আজকে আমি অতি সাধারণ এক তরুণ থেকে মহাতারকা হয়েছি, আমার যা কিছু অর্জন, তার সবই নারীদের অবদান। আমার জীবনের বড় বড় শিক্ষা, সব নারীদের কাছ থেকে পাওয়া।’

‘জিরো’ ছবির শুটিংয়ের সময় আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে শাহরুখ খান
ইনস্টাগ্রাম

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে ব্রুট ইন্ডিয়াকে তিনি এই সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি এভাবেই তাঁর জীবনে নারীর প্রভাব বলেছিলেন। বলিউডে নারীদের অবস্থা আর অবস্থান নিয়েও প্রশ্ন করা হয় শাহরুখকে। উত্তরে শাহরুখ খান জানান, নানা অবিচারের পরেও যে বলিউডের নারীরা মন দিয়ে কাজ করে যাচ্ছেন, সেই শক্তি আর সাহস তাঁকে অনুপ্রাণিত করে। শাহরুখ বলেন, ‘তোমাকে সুন্দর দেখতে হবে। মিষ্টি দেখতে হবে। কথা দিয়ে লোকের মন জয় করতে হবে। বিয়ে করা চলবে না। বাচ্চা নিলে ক্যারিয়ার শেষ। শরীরের আকৃতি হতে হবে একদম ফিট! এখানেই শেষ নয়। আমি দেখেছি, আমার অভিনীত সিনেমার নায়িকারা আমার ৪ থেকে ৫ ঘণ্টা আগে সেটে হাজির। আমার চেয়ে বেশি পরিশ্রম করেন তাঁরা। অথচ পুরুষতান্ত্রিক বলিউডে তাঁরা দ্বিগুণ দিয়েও অর্ধেক নিয়ে বাড়ি ফেরেন।’