নিক বাচ্চা ছেলে, তাই পাত্তাই দিতেন না প্রিয়াঙ্কা

একাধিক ‘বিষাক্ত’ সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি নাকি সব সময়ই ভাবতেন, তাঁর জীবনে এমন কেউ আসবে, যে তাঁকে সব নেতিবাচকতা থেকে বের করে আনবে, তাঁর স্মৃতিতে কাঁটা হয়ে জমে থাকা সব বাজে অভিজ্ঞতা ভুলিয়ে দেবে। কিন্তু নিক জোনাসের সঙ্গে প্রথম পরিচয়ের পর তাঁকে বিশেষ একটা পাত্তা দেননি প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
ইনস্টাগ্রাম

২০১৭ সালে হলিউডের এক পার্টিতে পরিচয় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন সংগীত তারকা নিক জোনাসের। সেই পার্টিতে প্রিয়াঙ্কাকে দেখার পর নিকই প্রথম বার্তা পাঠান প্রিয়াঙ্কাকে। তার জবাব না পেয়ে আবারও মেসেজ করেন। তবে শুরুতে প্রিয়াঙ্কা নিককে বিশেষ পাত্তা দেননি। কেন? তাঁদের দুজনের বয়সের পার্থক্য।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
ইনস্টাগ্রাম

প্রিয়াঙ্কা অপরাহ্ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বিষয়টা আসলে মলাট দেখে বইকে বিচার করার মতো হয়ে গিয়েছিল। আমার বয়স তখন ৩৫ আর নিকের ২০–এর ঘরে (নিকের বয়স তখন ছিল ২৫ বছর)। ওকে আমার মনে হয়েছিল একটা বাচ্চা ছেলে। আর আমি দ্রুত বিয়ে করতে চাচ্ছিলাম। একাধিক সন্তানের মা হতে চাচ্ছিলাম।’

প্রিয়াঙ্কা চোপড়া
ইনস্টাগ্রাম

তবে দমে যাননি নিক। অবশেষে একের পর এক মেসেজ পাঠিয়ে ঠিকই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন। আর প্রথম দেখায় সব ভুল ভেঙে যায় প্রিয়াঙ্কার। সে কথাও উঠে এসেছে এই সাক্ষাৎকারে। বলেছেন, ‘ওর সঙ্গে মেশার পর বুঝলাম, আমি যা ভেবেছি, তা নয়। ও একেবারেই অন্য মানুষ। বয়সের তুলনায় পরিণত। আমার সফলতা নিয়ে সচেতন আর উচ্ছ্বসিত।’

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
ইনস্টাগ্রাম
‘বিষয়টা আসলে মলাট দেখে বইকে বিচার করার মতো হয়ে গিয়েছিল। আমার বয়স তখন ৩৫ আর নিকের ২০–এর ঘরে (নিকের বয়স তখন ছিল ২৫ বছর)। ওকে আমার মনে হয়েছিল একটা বাচ্চা ছেলে। আর আমি দ্রুত বিয়ে করতে চাচ্ছিলাম। একাধিক সন্তানের মা হতে চাচ্ছিলাম।’
নিক জোনাসের সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়া

বিবাহিত জীবনের আড়াই বছরের অভিজ্ঞতা শেয়ার করে প্রিয়াঙ্কা বলেছেন, ‘বার্তা আদান–প্রদান, ফোনে কথা বলার পর আমরা একদিন দেখা করি। এরপর আমাদের ভালোবাসার মধ্যে কখনো বয়সের ব্যবধানের বিষয়টি আসেনি। প্রথম দেখাতেই আমরা একে অপরকে পছন্দ করতে শুরু করি, আমি আমার ভুল বুঝতে পারি। ও কী চায়, সেই বিষয়ে ও নিশ্চিত। সেদিন থেকেই পারস্পরিক সমঝোতা ছিল। একে অন্যের ভালো লাগা, খারাপ লাগা, অভ্যাসকে সম্মান করি। সঙ্গীকে চেনা বা বোঝা খুবই রোমাঞ্চকর একটি যাত্রা। সেই পথটা কঠিন নয়, বরং আনন্দের।’

প্রিয়াঙ্কা চোপড়া
ইনস্টাগ্রাম