পদ্মশ্রী নিলেন আদনান সামি ও কঙ্গনা

কঙ্গনা রনৌত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তাঁরা পদ্মশ্রী সম্মাননা গ্রহণ করেন
ছবি: সংগৃহীত

ঘোষণা দেওয়া হয় গত বছর। আজ সোমবার সকালে পদ্মশ্রী গ্রহণ করলেন কণ্ঠশিল্পী আদনান সামি ও অভিনেত্রী কঙ্গনা রনৌত। সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তাঁরা এ সম্মাননা গ্রহণ করেন।

পদ্মশ্রী ভারতের চতুর্থ বেসামরিক সম্মান। পদক প্রদানের অনুষ্ঠানে কঙ্গনা পরে এসেছিলেন ক্রিম ও সোনালি রঙের শাড়ি। কানে ছিল তাঁর সব সময়ের পছন্দের ঝুমকা। অন্যদিকে আদনান সামিকে দেখা গেছে কালো শেরোয়ানিতে। গত বছরের ২৬ জানুয়ারি ঘোষণা হয় পারফরমিং আর্টে বিশেষ অবদান রাখার জন্য কঙ্গনা রনৌত, করণ জোহর ও একতা কাপুর এ সম্মাননা পেতে যাচ্ছেন।

গত বছর যখন পদকের জন্য নাম ঘোষণা করা হয়, তখন করণ জোহর টুইটে লেখেন, ‘এমনটা প্রায়ই হয় যে আমি কোনো শব্দ খুঁজে পাই না। কিন্তু এটি এমন এক উপলক্ষ...পদ্মশ্রী। দেশের অন্যতম বেসামরিক পুরস্কার এক অনন্য সম্মান। আবেগাক্রান্ত হয়ে পড়ছি। আমি বিনীত, উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ আমার প্রতিদিনের স্বপ্নকে বাঁচিয়ে রাখার মাধ্যমে সৃষ্টি ও বিনোদিত করার সুযোগ দেওয়ার জন্য। আমি নিশ্চিত বাবা থাকলে খুব খুশি হতেন আর এই আনন্দ ভাগাভাগির জন্য আমার কাছে চলে আসতেন।’

পুরাতন আর নতুন আদনান সামি

দীর্ঘ এক পোস্টে একতা কাপুরও লেখেন, ‘আমি উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত। মাত্র ১৭ বছর বয়সে এই ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা শুরু হয়। তখন থেকে ক্রমাগত আমাকে শুনতে হয়েছে, আমি খুব ছোট, কাঁচা, আর কত জলদি সবকিছু ঘটে গেল। এই সময়ের মধ্যে আমি অনুধাবন করেছি, সবকিছু আসলে রাতারাতি ঘটে যায়নি আর ওই ছোট থাকা জীবনের সবচেয়ে সুন্দরতম ব্যাপার। আজ আমাকে চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী দেওয়া হচ্ছে, আমি বিনীত। আশা করি সীমানা পেরিয়ে এগিয়ে যাব, প্রতিভাবান তরুণদের সুযোগ করে দেওয়া অব্যাহত রাখার মধ্য দিয়ে দেশের এই ভালোবাসা ও সম্মানের মর্যাদা রাখব।’