প্রশংসা কুড়াচ্ছেন তানিয়া

‘আ সুইটেবল বয়’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তানিয়া মানিকতলা। মীরা নায়ার পরিচালিত এ ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে বিক্রম শেঠের উপন্যাস অবলম্বনে। ‘মাসান’ ছবিটি দেখেই অভিনয়ের সাধ জেগেছিল তাঁর।

‘আ সুইটেবল বয়’ সিরিজের একটি দৃশ্য
সংগৃহীত

‘আ সুইটেবল বয়’ ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় তানিয়া। মীরা নায়ার পরিচালিত এ ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে বিক্রম শেঠের উপন্যাস অবলম্বনে। সিরিজের কেন্দ্রীয় চরিত্র লতার ভূমিকায় দেখা গেছে নতুন মুখ তানিয়া মানিকতলাকে। দর্শক আর সমালোচক—দুই পক্ষেরই হৃদয়ে তিনি ঠাঁই পেয়েছেন স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে। ভারতীয় চলচ্চিত্র সাময়িকী ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে জনপ্রিয় এই সিরিজের পেছনের নানা কথা।

‘আ সুইটেবল বয়’ সিরিজের একটি দৃশ্য
সংগৃহীত

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়েছেন তানিয়া। সিরিজেও তাঁকে দেখা গেছে ইংরেজি সাহিত্যের ছাত্রীর ভূমিকায়। মীরা নায়ারের সঙ্গে প্রথম আলাপের অভিজ্ঞতা জানিয়ে তানিয়া বললেন, ‘স্কাইপে প্রথমে ঠিকঠাক নেটওয়ার্কই পাচ্ছিলাম না। তিনি ধৈর্য ধরে বসে ছিলেন। উপন্যাসটা তিনি যেভাবে আত্মস্থ করেছেন, আমি শুনে থ! আমি কেবল ভাবছিলাম, যেকোনো মূল্যে আমি কাজটা করতে চাই।’

ভারতীয় জ্যেষ্ঠ অভিনেত্রী টাবুর ভক্ত তানিয়া। ওয়েব সিরিজটিতে সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন টাবুকে। অভিনয়ে সঙ্গে ছিলেন আরেক তরুণ অভিনেতা ঈশান খট্টর। তাঁদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও ভাগাভাগি করেছেন তানিয়া। তিনি বলেন, ‘কেবল কণ্ঠ দিয়ে যে অভিনয় করা যায়, টাবুকে না দেখলে জানতামই না। সামনে থেকে তাঁর অভিনয় দেখা যেকোনো শিল্পীর জন্যই সৌভাগ্যের। আর ঈশান এমন একজন মানুষ, যে সেটে থাকলে কাজটাকে কষ্ট মনে হয় না। এই ঘুরছে, গল্প করছে, গান শুনছে। আবার ঠিকই পারফেক্ট শটটা দিচ্ছে।’ অবশ্য টাবু ছাড়াও বলিউডে বিদ্যা বালান, সুস্মিতা সেন আর কঙ্কনা সেন শর্মা তানিয়ার প্রিয় অভিনেত্রী।

‘আ সুইটেবল বয়’ সিরিজের তিন অভিনয়শিল্পী তানিয়া, টাবু ও ঈশান
সংগৃহীত

‘আ সুইটেবল বয়’ সিরিজটির শুটিংয়ের তানিয়ার সবচেয়ে কষ্টের সময় ছিল কানপুরের ট্যানারিতে শুটিং করা। প্রচণ্ড গরমে চামড়ার গন্ধ আর বদ্ধ পরিবেশে ঠিকঠাক অভিব্যক্তি দেওয়া ভীষণ কষ্টকর ছিল। তিনি জানান, ‘মাসান’ ছবির রিমেকে অভিনয় করতে ইচ্ছে করে তাঁর। কেননা, এই ছবি দেখেই অভিনয়ের সাধ জেগেছিল এই সাহিত্যের ছাত্রীর। এসেই যখন পড়েছেন, তিনি থেকে যেতে চান। যেহেতু সিরিজটি প্রশংসা কুড়াচ্ছে, কথা দিয়েছেন, সহজে নিজেকে হারিয়ে যেতে দেবেন না।