বন্ধ হচ্ছে দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট

দিলীপ কুমারকোলাজ ছবি

কিছুদিন আগেও হাজার হাজার অনুরাগী কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের টুইটারে চোখ রাখতেন। এখান থেকেই তাঁরা তাঁদের প্রিয় তারকার হালহকিকত জানতে পারতেন। দিলীপ কুমারের স্বাস্থ্য–সম্পর্কিত নানা খবর পেতেন তাঁর ভক্তরা। আজ এই নায়ক নেই। তাই তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী সায়রা বানু।
বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা দিলীপ কুমার ৭ জুলাই চিরবিদায় নিয়েছেন।

মুঘল–এ–আজম চরিত্রে দিলীপ কুমার
সংগৃহীত

তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মহানায়কের পারিবারিক বন্ধু ফয়জল ফারুকী জানিয়েছেন, দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোহাম্মদ রফির গানে ঠোঁট মিলিয়েছিলেন দিলীপ কুমার
সংগৃহীত

দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে ফয়জল ফারুকী কিংবদন্তি এই তারকার একটা ছবি শেয়ার করে লিখেছেন, ‘অনেক আলাপ-আলোচনা আর চিন্তাভাবনার পর সায়রা বানুজির অনুমতি নিয়ে প্রিয় দিলীপ কুমার সাহেবের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের অপার ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ।’

দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম।

সায়রা বানু ও দিলীপ কুমার
ছবি: ইনস্টাগ্রাম

‘জোয়ার ভাটা’, ‘আন’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘মুঘল ই আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘শক্তি’, ‘সওদাগর’, ‘মশাল’সহ অর্ধশতাধিক বলিউড ছবিতে তিনি কাজ করেছেন। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো’তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন।

এই কালজয়ী ছবিতে তাঁর নায়িকা ছিলেন সায়রা বানু। আটবার সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেছিলেন।

অভিনেতা দিলীপ কুমারের বলিউডে প্রবেশ ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে
ছবি: টুইটার

হিন্দি সিনেমাজগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারেও তাঁকে সম্মানিত করা হয়েছিল। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান ‘পদ্মভূষণ’–এ সম্মানিত করেছিল।