বাইক দুর্ঘটনায় আহত সেই তেলেগু নায়ক পুরোপুরি সুস্থ

সাই ধরম তেজ

তেলেগু অভিনেতা সাই ধরম তেজ পুরোপুরি সুস্থ। গত সেপ্টেম্বরে বাইক দুর্ঘটনার পর প্রথমবারের মতো পরিবারের সঙ্গে কোনো উৎসবে যোগ দিলেন এই তেলেগু তারকা। প্রায়ই তাঁর মামা তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী টুইটারে ভক্তদের তেজের স্বাস্থ্য নিয়ে তথ্য জানান। এবার জানালেন, তেজ এখন পুরোপুরি সুস্থ।
শনিবার চিরঞ্জীবী টুইটারে লিখেছেন, ‘সাই ধরম তেজ এখন পুরোপুরি সুস্থ। আপনাদের প্রার্থনার ফল এটি। এটাই আমাদের পরিবারের জন্য আসল উৎসব।’

দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারান সাই

এ ছাড়া টুইটারে দিপাবলি উদ্‌যাপনেরও ছবি পোস্ট করেছেন এই তারকা। সেখানে দেখা গেছে সাই ধরম তেজ, রাম চরণ, আল্লু অর্জুন, পবন কল্যাণ ও বরুণ তেজের মতো সব তেলেগু তারকাকে। এই টুইট রিটুইট করে সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তেজ। তিনি লিখেছেন, ‘আপনাদের প্রার্থনা ও ভালোবাসার কারণে আমার দ্বিতীয়বার জন্ম হলো। আপনাদের কাছে আমি ঋণী। আপনাদের ভালোবাসা পাওয়াই আমার জন্য সত্যিকারের আশীর্বাদ।’

গত ১০ সেপ্টেম্বর বাইক দুর্ঘটনায় পড়েছিলেন সাই ধরম তেজ। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছেন তিনি।

হায়দরাবাদের কেবল ব্রিজ এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এই অভিনেতা। সে সময় স্থানীয় পুলিশ বলেছিল, মাত্রাতিরিক্ত গতিতে স্পোর্টস বাইক চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন এ অভিনেতা। ডান চোখ, বুক ও পেটে আঘাত পান তিনি।