বাইডেন-বন্দনায় বলিউড তারকারা

জো বাইডেনকে স্বাগত জানিয়েছেন একঝাঁক বলিউড তারকাকোলাজ: আমিনুল ইসলাম

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৬তম এই প্রেসিডেন্ট তাঁর পারিবারিক বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছেন। কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ায় ইতিহাসের প্রথম ‘সেকেন্ড জেন্টলম্যান’ পেল যুক্তরাষ্ট্র। মঞ্চে নেচে, গেয়ে, স্বাগত ভাষণ দিয়ে নতুন যুক্তরাষ্ট্রের শপথে সঙ্গী হয়েছিল মার্কিন বিনোদনজগতের তারকারা। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গেয়েছেন গ্র্যামি আর অস্কারজয়ী সংগীতশিল্পী লেডি গাগা। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে নাচে মাতিয়ে রেখেছিলেন জেনিফার লোপেজ। যুক্তরাষ্ট্রের এ ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়েছেন একাধিক বিশ্বনেতা। স্বাগত জানিয়েছেন একঝাঁক বলিউড তারকা। দেখে নেওয়া যাক, কী লিখেছেন তাঁরা।

সুস্মিতা সেন

সুস্মিতা সেন
জো বাইডেনকে নয়, কমলা হ্যারিসকে নয়, আমি প্রথমত অভিনন্দন জানাই মার্কিন যুক্তরাষ্ট্রকে আর সেই দেশের নাগরিককে, যাঁরা ভোট দিয়ে আজকের দিনটাকে সম্ভব করেছেন, নানাভাবে নতুন করে ইতিহাস লিখেছেন। কমলা হ্যারিসকে আমার টুপিখোলা অভিনন্দন। এই না হলে একজন নারী! আমি সব নারীকে তাঁদের নিজেদের জায়গা থেকে আপনার মতো ক্ষমতাবান আর স্বাবলম্বী দেখতে চাই। আপনি আমাদের সবার আইকন।

আমার বিশ্বাস, ভূগোলের বাইরে গিয়ে জো বাইডেন পুরো বিশ্বের জন্য একজন ভালো নেতা হবেন। ক্ষমতা কখনো উদাহরণ নয়, উদাহরণই ক্ষমতা। আপনি সেই উদাহরণ হবেন। প্রজন্মের পর প্রজন্ম যাতে আপনাকে স্মরণ করে পথ চলতে পারে।

প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: ইনস্টাগ্রাম

প্রিয়াঙ্কা চোপড়া
জো বাইডেন আর কমলা হ্যারিসের ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘এভাবেই নারীরা সবখানে সবাইকে ঠেলে ঠিকই নিজের জায়গা করে নেবে। আর ভবিষ্যতের পৃথিবীর নেতৃত্ব দেবে। আর সবাইকে শেখাবে, কীভাবে এগিয়ে এসে নিজের রাস্তা নিজে তৈরি করে বিজয়ী হতে হয়।’

দিয়া মির্জা
ছবি: ইনস্টাগ্রাম

দিয়া মির্জা
মার্কিন তরুণ কৃষাঙ্গ নারী কবি আমান্দা গরম্যানের কবিতা উদ্ধৃত করে দিয়া টুইট করেছেন, ‘এদিন আসবে, আমরা সব কুয়াশা কাটিয়ে বহ্নিশিখার মতো জ্বলে উঠব। এভাবেই একদিন লাল গোলাপের মতো ফুটে উঠবে নতুন ভোর। যদি আমরা সেই সকালের জন্য সাহস রাখি, সকাল ফুটবেই। যদি আমরা সেদিনটি উদযাপন করার গভীর দৃষ্টি রাখি, সেই ভোর আসবেই।’ দিয়া ইনস্টাগ্রামে কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে আরও লেখেন, ‘আপনি একজন দুর্দান্ত নারী। আপনি বিশ্বের সব নারীদের আদর্শ হয়ে থাকবেন।’

স্বরা ভাস্কর
সংগৃহীত

স্বরা ভাস্বর
এই বলিউড অভিনেত্রী শপথ গ্রহণের দুটো ছবি জুড়ে দিয়ে টুইট করেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, তুমি করে দেখালে। তোমাকে স্বাগতম। সামনের দিনগুলো মঙ্গলময় হোক।’