বাফটার মনোনয়নে ‘হোয়াইট টাইগার’–এর আদর্শ

রাজকুমার রাও, চোপড়া জোনাস, আদর্শ গৌরব। ছবি: সংগৃহীত

‘হোয়াইট টাইগার’ নেটফ্লিক্সের ছবি, প্রিয়াঙ্কা চোপড়ার ছবি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের মনোনয়ন পেয়েছেন ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব। এ ছাড়া এগিয়ে আছে ‘নোম্যাডল্যান্ড’ ও ‘রকস’ ছবি দুটো।

আজ মঙ্গলবার প্রকাশিত তালিকায় দেখা গেছে, মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে গোল্ডেন গ্লোবজয়ী ক্লোয়ি ঝাও পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’। সর্বোচ্চ সাতটি বিভাগে মনোনয়ন পেয়ে ‘নোম্যাডল্যান্ড’-এর সঙ্গে আছে ‘রকস’। এ ছাড়া ‘দ্য ফাদার’, ‘মাংক’, ‘মিনারি’ ও ‘প্রমিজিং ইয়াং ওম্যান’ পেয়েছে ছয়টি শাখায় মনোনয়ন। সেরা পরিচালক শাখায় চার নারী পরিচালক মনোনয়ন পেয়েছেন। এ দলে আছেন গোল্ডেন গ্লোবজয়ী ক্লোয়ি ঝাও। আর অভিনয়শিল্পী বিভাগের ২৪ জনের মধ্যে রয়েছেন নানা বর্ণের শিল্পী, যা আগে কখনো ঘটেনি। সেখানে আছেন ড্যানিয়েল কালুয়া, রিজ আহমেদ, ডমিনিক ফিশব্যাক, তাহের রহিম, আদর্শ গৌরব ও বাকি বাকরে। আগামী ১১ এপ্রিল বাফটার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মহামারির কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনো দর্শক উপস্থিত থাকতে পারবেন না।

নোম্যাডল্যান্ড ছবির দৃশ্য। সংগৃহীত

সেরা ছবির মনোনয়নের তালিকায় আছে ‘দ্য মৌরিতানিয়ান’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’। ব্রিটিশ ছবির তালিকায় আছে ‘কাম উইথ হর্সেস’, ‘দ্য ডিগ’, ‘হিস হাউস’, ‘লিমবো’, ‘মোগুল মোগলি’, ‘সেন্ট মৌদ’ ছবিগুলো।

সমাজের শ্রেণিবৈষম্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘হোয়াইট টাইগার’। পরিচালক রামিন বাহরানির এই ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, রাজকুমার রাও এবং আদর্শ। শুধু অভিনেত্রী নন, নির্বাহী প্রযোজক হিসেবেও ছবিটিতে যুক্ত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি মুক্তির পর থেকেই সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছিলেন অভিনেত্রী। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হৃতিক রোশন, মার্কিন পপ গায়িকা কার্ডি বি। কার্ডি লিখেছেন, ‘“হোয়াইট টাইগার” সত্যিই দারুণ ছবি। ছবিটি দেখার সময় আমি কাঁদছিলাম এবং ক্ষুব্ধ ছিলাম।’ সূত্র: বিবিসি