বালিশের সঙ্গে বিয়ে
দক্ষিণি ছবির জগতে হাসিখুশি আর আদুরে এক দম্পতি হিসেবে পরিচিত ছিলেন সামান্থা আর নাগা চৈতন্য। এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের খবর তাই ভক্তদের মন ভেঙে দিয়েছে। তবে সামান্থা আর নাগার সিদ্ধান্তকে তাঁরা সম্মানও জানিয়েছেন। সামান্থাও বিচ্ছেদোত্তর নতুন জীবন নবোদ্যমে শুরু করতে চলেছেন।
ইনস্টাগ্রামে সদ্যই একটি ভিডিও পোস্ট করেছেন সামান্থা। ভিডিওতে দেখা যাচ্ছে, উড়ন্ত বিমানের ভেতর থেকে বাইরের দৃশ্য ক্যামেরাবন্দী করছেন তিনি। ভিডিওর সঙ্গে একটা গানও জুড়ে দিয়েছেন দক্ষিণি এই নায়িকা। গানে বলা হচ্ছে, ‘দুনিয়াকে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে।
আমাকে আমার বিছানা ঠিক করতে হবে। নিজের তাকে জমে থাকা ধুলা–ময়লা সাফ করতে হবে। সারা দিন বিছানায় পড়ে থাকলে চলবে না।’ সামান্থার এই পোস্ট দেখে মনে হচ্ছে, স্বাধীন জীবন তিনি ভালোই উপভোগ করছেন। আর নিজের জীবনে বেশ কিছু পরিবর্তন আনতে চান এই দক্ষিণি নায়িকা।
২ অক্টোবর সামান্থা–নাগা জুটি তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। তবে তাঁরা বেশ কিছু সময় ধরেই আলাদা থাকছিলেন। খবর অনুযায়ী, গত এক মাস নাগার ঠিকানা ছিল হায়দরাবাদের একটি হোটেল।
অথচ গত বছরও এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, একজন স্বামীর যা যা গুণ থাকা প্রয়োজন, নাগার মধ্যে তা ভরপুর আছে। নাগাকে তিনি স্বামী হিসেবে একদম ‘পারফেক্ট’ বলে মন্তব্য করেছিলেন। এই সাক্ষাৎকারে সামান্থা তাঁদের ‘বেডরুম সিক্রেট’ও ফাঁস করেছিলেন।
এই দক্ষিণি রূপসী মজার ছলে বলেছিলেন যে ‘চাই’–এর বিয়ে এক বালিশের সঙ্গে হয়েছে। কারণ, রাতে তাঁর আর নাগার মধ্যে সব সময় একটা বালিশ উপস্থিত থাকে। সামান্থা তাঁর স্বামী নাগাকে আদর করে ‘চাই’ বলে ডাকতেন। এই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, তাঁর অনেক ভুলত্রুটি সত্ত্বেও নাগা তাঁকে ভালোবাসেন।
২০১০ সালে সামান্থা আর নাগা চৈতন্য তেলেগু ছবি ইয়ে মায়া চেসাবেতে একসঙ্গে কাজ করেছিলেন। ২০১৭ সালে হায়দরাবাদে তাঁদের বাগদান পর্ব হয়েছিল। আর ২০১৭ সালের ৬ অক্টোবর হিন্দুমতে সামান্থা আর নাগা গোয়াতে বিয়ে করেছিলেন। পরদিন তাঁদের খ্রিষ্টান রীতি অনুযায়ী বিয়ে হয়েছিল।