‘বিয়ের পর বুঝেছি ডাল-ভাতই সেরা’

রণবীর কাপুর ও আলিয়া ভাট

‘সঞ্জু’ ছবির পর বড় পর্দায় আর দেখা যায়নি বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে। প্রায় চার বছর পর আবার রুপালি পর্দায় ফিরতে চলেছেন তিনি। ‘শামসেরা’, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে তাঁকে। তবে এই চার বছরে রণবীরের জীবনে অনেক কিছু বদলে গেছে। গতকাল শুক্রবার ‘শামসেরা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রণবীর গণমাধ্যমকে জানালেন এই চার বছরে তাঁর জীবনে বদলের কিছু কথা।
মুম্বাইয়ের আইম্যাক্সে ধুমধাম করে মুক্তি পেল করণ মালহোত্রা পরিচালিত ‘শামসেরা’ ছবির ট্রেলার। এই পিরিয়ড ড্রামাভিত্তিক ছবিতে রণবীরকে দেখা যাবে ‘শামসেরা’ নামে এক দুর্ধর্ষ ডাকাতের ভূমিকায়। এই ছবিতে তিনি প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে রণবীরকে।

রণবীর কাপুর ও আলিয়া ভাট
ছবি: ইনস্টাগ্রাম

এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে রণবীর খোলামনে নিজের জীবনের কথা বলতে গিয়ে বলেন, ‘গত দুই বছর সবার জন্য কঠিন সময় ছিল। তবে আমার জন্য অনেক বেশি বাজে সময় ছিল। আমি আমার বাবাকে হারিয়েছি। আজ তিনি থাকলে আমার এই ছবি দেখে খুশি হতেন। কিন্তু এই বছর আমার জন্য অনেক কিছু ভালো বয়ে এনেছে। আলিয়ার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার জীবনে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে। আর আমার ক্যারিয়ারের দুটি বড় ছবি মুক্তি পেতে চলেছে। কোভিডের জন্য ছবি দুটি আটকে ছিল। এই ছবি দুটিতে ভিএফএক্সের অনেক কাজ আছে। মাত্র ৪৫ দিনের ব্যবধানে আমার দুটি ছবি আসতে চলেছে।’

রণবীর কাপুর ও আলিয়া ভাট
ছবি: ইনস্টাগ্রাম

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়। আর এই ছবি মুক্তির আগে দুজনের বিয়ে হয়ে গেছে। এই বিয়ে রণবীরকে বদলে দিয়েছে, তা নিজের মুখে জানিয়েছেন তিনি। আলিয়ার সঙ্গে তাঁর বিয়ের প্রসঙ্গ উঠতে এই বলিউড তারকা বলেন, ‘আগে আমি বলতাম যে জীবনভর শুধু “ডাল-ভাত” কেন খাব। জীবনে কখনো কখনো টেংরি কাবাব, কিমা পাও, হাক্কা নুডলস খেতে হয়। কিন্তু বিয়ের পর অভিজ্ঞতা থেকে বুঝেছি যে ডাল-ভাতই সেরা।’

‘শেরশাহ’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। এই প্রথমবার সঞ্জয়ের দত্তের সঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন রণবীর। সঞ্জয় দত্ত প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমার ঘরে একসময় সঞ্জয় দত্তের পোস্টার থাকত। তিনি আমার বড় দাদা, বন্ধু, অভিভাবক সবকিছু। আজ তাঁর সঙ্গে একই পর্দায় আসতে পেরে দারুণ খুশি।’
‘শেরশাহ’ ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় ২২ জুলাই মুক্তি পাবে।