ভিউয়ের রেকর্ড গড়ল সালমানের ‘রাধে’, কটাক্ষেও

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ভাই ছবিতে সালমান খান

মুক্তির সঙ্গে সঙ্গে রেকর্ড গড়ল সালমান খান অভিনীত ও প্রযোজিত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এক দিনে ৪২ লাখবার দেখা হয়েছে ছবিটি। ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এ ছবি। আর এ ছবির মাধ্যমেই স্ট্রিমিংয়ের ভুবনে যাত্রা শুরু করলেন বলিউড তারকা সালমান খান। বলা চলে, বলিউডের অন্য দুই খানের আগেই তিনি চলে এলেন এখানে। এ ছাড়া প্রথম বলিউড ছবি হিসেবে একই সময়ে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে মুক্তিরও রেকর্ড করল ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।

ভিউয়ের এ রেকর্ড নিয়ে ভীষণ আনন্দিত সালমান ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের। বলেছেন, ‘ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এক দিনে “রাধে”কে সর্বোচ্চবার দেখা ছবি বানিয়ে দেওয়া বড় উপহার। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া চলচ্চিত্র বাঁচবে না।’

সালমান খান ও দিশা পাটানি।
ইনস্টাগ্রাম

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ অনলাইনে মুক্তির ঘণ্টাখানেক পর থেকে লক্ষাধিক দর্শক একত্রে প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাতে ক্র্যাশ করেছিল স্ট্রিমিং প্ল্যাটফর্মের সার্ভার। পরে দ্রুত সেটি সমাধানের ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাওয়ায় প্রযোজক হিসেবে লোকসান গুনতে হবে সালমানকে! ছবি মুক্তির আগেই এক সাক্ষাৎকারে তিনি সে কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘“রাধে” আমাদের মুনাফা দেবে না। তবু আমরা ভক্তদের কথা ভেবে মহামারির মধ্যেই ছবিটি মুক্তি দিচ্ছি। আমি চাই না, তাঁরা এই মহামারির মধ্যে হলে গিয়ে সিনেমা দেখুক। আমি চাই, তাঁরা ঘরে বসেই ছবি দেখুক। আমি চাই না কেউ বলুক, সালমান খানের ছবি দেখতে গিয়ে কেউ করোনায় সংক্রমিত হয়েছেন।’ তবে সালমানের ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়েছে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’য়ের প্রথম দিনের ভিউ। যেভাবে দর্শক ছবিটি দেখছেন, তাতে অচিরেই ছবির টাকা তুলে আনতে পারবে বলে মনে করছেন প্রদর্শক প্রতিষ্ঠান। সালমান খান আগেই জানিয়ে রেখেছিলেন, এ ছবি থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ তিনি করোনার তহবিলে দান করবেন।

সালমান খান
ইনস্টাগ্রাম

এদিকে ছবিটি মুক্তির পর রীতিমতো কটাক্ষ করতে শুরু করেছেন বহু সালমানভক্ত। এদিক থেকেও বলা চলে, নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে সালমান খানের ছবি। ছবিটি রীতিমতো হতাশ করেছে তাঁদের। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ দেখার প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘অক্সিজেন পাঠান। সাহায্য করুন!’ অর্থাৎ, ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ দেখার পরেই নাকি তাঁর মরমর অবস্থা! গত ২৪ ঘণ্টায় এ রকম বহু বাঁকা মন্তব্য পাওয়া গেছে ‘রাধে’ ছবিটির দর্শকদের কাছ থেকে। কেউ সালমানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমাদের মিমের জোগান দেওয়ায় আপনাকে ধন্যবাদ।’ আরেকজন লিখেছেন, ‘করোনার সঙ্গে লড়ে তবু জেতা যাবে, “রাধে”র সঙ্গে লড়াই করা যাবে না। সরকারের উচিত দ্রুত টিকার ব্যবস্থা করা। নইলে একত্রে দুটি মহামারি সামলানো যাবে না।’ ঠাট্টা মিশিয়ে কেউ কেউ সালমানকে দিয়েছেন পরামর্শ, ‘দয়া করে রেমো ডি’সুজা এবং প্রভুদেবার সঙ্গে কাজ করা বন্ধ করুন।’ অনেকেই সালমনকে আরও ভালো চিত্রনাট্য বাছাইয়ের পরামর্শ দিয়েছেন, যেখানে তাঁর অভিনয়দক্ষতা ভালোভাবে ফুটে উঠবে।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির পোস্টার
সংগৃহীত

প্রভুদেবার পরিচালনায় ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের তরুণ অভিনয়শিল্পী দিশা পাটানি। এ ছাড়া ছবিটিতে আরও দেখা গেছে জ্যাকি শ্রফ, রণদীপ হুদাকে।