ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি

তাপসী পান্নু
ছবি: ইনস্টাগ্রাম

বছরের শুরুতেই ‘ওভার বাউন্ডারি’ হাঁকালেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ইন্ডিয়ান ফিল্ম ইনস্টিটিউট (আইএফআই) তাঁকে ২০২১ সালের সেরা অভিনেত্রীর খেতাব দিল। হাসিন দিলরুবা ছবিতে দুরন্ত অভিনয় করে সেরা অভিনেত্রীর খেতাব জয় করলেন এই বলিউড অভিনেত্রী। গত বছর এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এই সাফল্য এখন উপভোগ করছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর অতীতের কিছু ভুলের কথা।

বলা বাহুল্য, তাপসী এখন সফলতার মধ্য আকাশে। ক্যারিয়ারের শুরুর দিনের প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘ক্যারিয়ারের গোড়ার দিকে আমি শুধু দর্শকের কথা ভাবতাম। আমি সেসব ছবি নির্বাচন করতাম, যেগুলো মনে হতো দর্শক পছন্দ করবেন। আমার মনে হতো, একমাত্র এই ধরনের ছবিগুলোই আমার করা উচিত। আমি তখন দক্ষিণি ছবির দুনিয়ায় কাজ করতাম। আর সেই সময় আমি বেশ কিছু ভুল করেছি।’

তাপসী পান্নু

তাপসী আরও বলেছেন, ‘ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি। এখন আমি নিজের মনের কথা শুনি। ছবি নির্বাচনের ক্ষেত্রে নিজের মাথার সাহায্য নিই। আমি যে ধরনের ছবি দেখতে ভালোবাসি, আমি শুধু সেই ধরনের কাজ করতে পছন্দ করি এখন। ওপরওয়ালার কৃপায় আমার এই সিদ্ধান্ত আমার পক্ষে গেছে। তবে ছবি নির্বাচনের সময় আমি এখনো নিজেকে একজন অভিনয়শিল্পী বলে মনে করি না। এই সময়ে আমি নিজেকে দর্শকের আসনে বসাই। আর এটাই আমাকে ভালো ছবি নির্বাচন করতে সাহায্য করে।’

তাপসী পান্নু
ইনস্টাগ্রাম

এই বলিউড অভিনেত্রী দক্ষিণি ছায়াছবির জগৎ প্রসঙ্গে বলেছেন, ‘দক্ষিণি ছবির জগৎ থেকে আমি যখন হিন্দি সিনেমার দুনিয়ায় এলাম, তখন আমি মোটেই দক্ষিণি ছবিকে ছেড়ে আসিনি। আমি মনে করি, আমি যখন অভিনয় পারতাম না। আমার সেখানকার ভাষার ওপর কোনো দখল ছিল না। আর তখন ওখানকার মানুষ আমাকে পছন্দ করেছেন, আমাকে গ্রহণ করেছেন। আমি ওই ইন্ডাস্ট্রির এক অংশ হয়ে উঠেছিলাম। এখন আমি ওদের ভাষা শিখেছি। আমি শিখেছি যে ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করতে হয়। আর যেখানকার মানুষ আমাকে এতো ভালোবাসে আমি সেখান থেকে নিজের শিকড় কেন ছিন্ন করব। আমি কখনো নিজেকে দক্ষিণি ছবির জগৎ থেকে ছিন্ন করার কথা ভাবিনি। প্রতিবছর নিয়ম করে আমি একটা করে দক্ষিণি ছবি করি।’
তাপসীকে শিগগিরই লুপ লপেটা ছবিতে দেখা যাবে। আকাশ ভাটিয়া পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে আছেন তাহির রাজ ভাসিন। রোমান্স, থ্রিলার, কমেডিতে ভরপুর ছবিটি নেটফ্লিক্সে ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।