মাতৃত্ব ও পরিবারে অবদান তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ
নতুন ছবির প্রচারে ব্যস্ত হলিউড অভিনেত্রী সান্ড্রা বুলক। তবে তিনি জানালেন, অভিনয় থেকে বিরতি চাইছেন এই অভিনেত্রী। বুলক অভিনীত নতুন ছবি ‘লস্ট সিটি’ আসছে। এ ছবিতে তাঁর সহশিল্পী চ্যানিং টটাম ও ব্র্যাড পিট। এ ছবিরই প্রচারের সময় ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এ মতামত জানিয়েছেন এই অভিনেত্রী।
তবে তিনি কত দিন অভিনয় থেকে দূরে থাকবেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত নন। কিন্তু তিনি এটা জানেন যে কোথায় তাঁর সুখ মিলবে।
‘আমি যখন কোনো কাজ করি, তখন খুব সিরিয়াসলি করি। এবং আমি দিন–রাত আমার পরিবার ও সন্তানদের সঙ্গেই থাকতে চাই।’ বুলকের বক্তব্য।
সান্ড্রা বুলক দুই সন্তানের মা। লুইজের বয়স ১২ বছর ও লায়লার বয়স ১০।
সন্তানদের নিয়ে কী পরিকল্পনা করছেন বুলক? তিনি বলেন, সন্তানদের প্রতিদিনের সব ধরনের প্রয়োজন মেটাতে চান তিনি।
‘লস্ট সিটি’ ছবিটি মুক্তি পাবে ২৫ মার্চ। সান্ড্রা বুলক এর আগে জানিয়েছিলেন, মাতৃত্ব ও পরিবারে অবদান তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি পরিবারকে ঘিরে ভালোবাসার গল্পগুলো খুবই পছন্দ করেন। সেই পরিবারের দিকেই হাঁটবেন তিনি। সম্ভবত তাঁর সন্তানদের বয়স ১৬ কি ১৭ বছর হলে তিনি ছেড়ে দেবেন অভিনয়।