মাধুরীর সঙ্গে নাচবেন নাকি

‘কলঙ্ক’ ছবিতে নাচের ঝলক দেখিয়েছেন মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত
‘কলঙ্ক’ ছবিতে নাচের ঝলক দেখিয়েছেন মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত

বাড়িতে শুয়ে-বসে থাকতে থাকতে জমে গেছেন? ব্যায়াম করতে বিরক্ত লাগে? হাত-পা ঝাড়া দিয়ে প্রস্তুত হোন। নাচ করতে খারাপ লাগবে না। কারণ, নাচ শেখাবেন বলিউডের ড্যান্স কুইন মাধুরী দীক্ষিত। নাচবেন নাকি মাধুরীর সঙ্গে?

করোনায় গৃহবন্দী মানুষকে নাচ শেখানো শুরু করেছেন মাধুরী দীক্ষিত। তাঁর অনলাইন ড্যান্স একাডেমি ড্যান্স উইথ মাধুরীর মাধ্যমে নাচের ক্লাস শুরু করেছেন তিনি। ঘরে থাকা মানুষকে দুশ্চিন্তামুক্ত ও শারীরিকভাবে ফিট রাখার জন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের এ উদ্যোগের কথা জানিয়েছেন মাধুরী। সেখানে তিনি বলেছেন, ‘আমরা ঘরে আটকে আছি প্রায় তিন সপ্তাহ। সময়টা ভালো না। ড্যান্স উইথ মাধুরী তাই ঠিক করেছে, মানুষকে একটু আনন্দ দেওয়া যাক।’

কেবল আনন্দ নয়, পাশাপাশি মানুষকে শারীরিকভাবে ফিট রাখতে ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহে দুই দিন বিনা মূল্যে নাচ শেখাবেন মাধুরী দীক্ষিত। দুজন নৃত্যশিল্পী ক্লাস নেবেন ড্যান্স উইথ মাধুরী ডটকমের ইউটিউব চ্যানেলে। অনলাইন একাডেমি ড্যান্স উইথ মাধুরীতে মাধুরী দীক্ষিত এক করেছেন টেরেন্স লুইস, রেমো ডি’সুজা, পণ্ডিত বিরজু মহারাজ ও সরোজ খানের মতো বলিউডের সেরা নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফারদের।

‘আজা নাচলে’ ছবিতে সহশিল্পীদের সঙ্গে মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত
‘আজা নাচলে’ ছবিতে সহশিল্পীদের সঙ্গে মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত

শৈশব থেকে নাচ শিখছেন মাধুরী দীক্ষিত। তিনি বলেন, ‘তিন বছর বয়স থেকে নাচ আমার ভালোবাসা। দিনকে দিন সেটা আরও গাঢ় হয়েছে। ড্যান্স উইথ মাধুরী সেই ভালোবাসা থেকেই গড়া। ভক্তদের শ্রদ্ধা জানাই, কারণ, তাঁদের জন্যই আজ আমি মাধুরী হতে পেরেছি।’

২০১৩ সালে নৃত্যশিক্ষার প্রতিষ্ঠান ড্যান্স উইথ মাধুরী প্রতিষ্ঠা করেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। অনলাইনে নাচ শেখান তাঁরা। সাইটটিতে ঢুকলে আগ্রহী যে কেউ পেয়ে যাবেন তাঁর পছন্দের নৃত্য ঘরানা। বলিউডি নৃত্য, বলিহপ, ব্যালে, জ্যাজের পাশাপাশি রয়েছে শাস্ত্রীয় নৃত্য কত্থক ও ভরতনাট্যম।

মাধুরীর অন্যতম নৃত্যগুরু কিংবদন্তিতুল্য পণ্ডিত বিরজু মহারাজ। তাঁর কাছ থেকে কত্থক নাচ শিখেই ‘দেবদাস’সহ বহু ছবিতে নাচ করেছেন মাধুরী। সেসব দৃশ্য এখনো ভোলেননি বলিউডপ্রেমীরা। লকডাউনে ঘরে আটকে থাকা মানুষদের জন্য শিল্পীর দায়বদ্ধতা থেকে তাই নাচ শেখানো শুরু করতে যাচ্ছেন মাধুরী। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস