মাধুরীর স্বপ্নের মতো ২০ বছর

ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। ছবি: ইনস্টাগ্রাম
ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। ছবি: ইনস্টাগ্রাম

কোনো তারকা যদি প্রেম করেন, তবে পরের প্রশ্ন, বিয়ে কবে? বিয়ের পরের প্রশ্ন, সব তো হলো, এবার বিচ্ছেদ কবে? প্রেম-বিচ্ছেদ, বাগদান-বিচ্ছেদ, বিয়ে-বিচ্ছেদ—এগুলো তারকা জগতের নিয়মিত আলাপ। কিন্তু এত ভাঙা–গড়ার সমাহারের মধ্যেও কিছু কিছু দম্পতি হাতে হাত রেখে কাটিয়ে দেন যুগের পর যুগ। তাঁদেরই একজন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত

ফেসবুকে ৪টি ছবি পোস্ট করে স্বামী শ্রীরাম নেনেকে ট্যাগ করে ১৭ অক্টোবর উদ্‌যাপন করেছেন দীর্ঘ ২০ বছরের পথচলা। ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে ২০ বছর আগের কথা। এই দিনে আমরা স্বর্গীয় এক বন্ধনে আবদ্ধ হলাম। তোমাকে আমার জীবনে পেয়ে আমি সুখী। তুমি কেবল আমার জীবনসঙ্গী নও, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার আত্মার আত্মীয়। শুভ বিবাহবার্ষিকী ডাক্তার শ্রীরাম নেনে।’

এ তো গেল ফেসবুকের খরব। ২০তম বিবাহবার্ষিকীর দিনে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। শ্রীরামকে মাধুরীর চুমু খাওয়ার সেই সেলফি অন্তর্জালের দুনিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। এখন পর্যন্ত ছবিটি পছন্দ করেছেন ৫ লাখ ৮৫ হাজার মানুষ। আর এই ছবির ক্যাপশনে ৫২ বছর বয়সী মাধুরী লিখেছেন, ‘সারা জীবনের আত্মার সঙ্গী।’

মাধুরী দীক্ষিত অভিনীত ‘আজা নাচলে’ ছবির প্রযোজক ছিলেন শ্রীরাম নেনে। ছবি: ফেসবুক
মাধুরী দীক্ষিত অভিনীত ‘আজা নাচলে’ ছবির প্রযোজক ছিলেন শ্রীরাম নেনে। ছবি: ফেসবুক

দুই ছেলে আরিন আর রায়ানকে নিয়ে তাঁরা প্রায় প্রতিটি বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেন পর্যটক হয়ে। কখনো সেই সফরে সঙ্গ দেন পরিবারের অন্য সদস্যরাও। এক বছর ভারতের তাজমহল, তো পরেরবার ইতালি। এই বছর এই সুখী দম্পতি ছুটি কাটাচ্ছেন দ্বীপরাষ্ট্র সিসিলিসে। সেখান থেকেই ইনস্টাগ্রামে একটি ছবি তুলে পোস্ট করে লিখেছেন, ‘স্বপ্নের মতো কেটে গেল ২০ বছর। বাচ্চাদের বড় করলাম। ভালোবাসা দিয়ে ঘর বানালাম। একসঙ্গে জীবন কাটানোর আরও অনেক বাকি।’

এই বছর এই সুখী দম্পতি ছুটি কাটাচ্ছেন দ্বীপরাষ্ট্র সিসিলিসে। ছবি: ফেসবুক
এই বছর এই সুখী দম্পতি ছুটি কাটাচ্ছেন দ্বীপরাষ্ট্র সিসিলিসে। ছবি: ফেসবুক

১৯৯৯ সালের ১৭ অক্টোবর হাজারো পুরুষের হৃদয় ভেঙে যুক্তরাষ্ট্রপ্রবাসী সার্জন শ্রীরাম নেনেকে বিয়ে করেন। বিবাহিত জীবনের দুই দশক পূর্ণ করলেন এই ‘হাই প্রোফাইল’ দম্পতি। তাঁদের দুই ছেলে রায়ান ও আরিন। শাহরুখ খানের বিপরীতে ‘দেবদাস’ ছবিতে অভিনয়ের পর ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাধুরী।

এবার তাঁকে দেখা যাবে মারাঠি ছবি ‘পঞ্চক’-এ। ছবি: ইনস্টাগ্রাম
এবার তাঁকে দেখা যাবে মারাঠি ছবি ‘পঞ্চক’-এ। ছবি: ইনস্টাগ্রাম

২০১১ সালে সপরিবারে মুম্বাই ফিরে আসেন মাধুরী। মাধুরীর সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘কলঙ্ক’। এবার তাঁকে দেখা যাবে মারাঠি ছবি ‘পঞ্চক’–এ।

৫২-তেও একই আবেদন আর মাধুর্য ধরে রেখেছেন মাধুরী। ছবি: টুইটার
৫২-তেও একই আবেদন আর মাধুর্য ধরে রেখেছেন মাধুরী। ছবি: টুইটার