চলে গেলেন ‘কুমকুম ভাগ্য’র ইন্দু দাদি

বড় সাধ ছিল জায়গা করে নেবেন বলিউডের বড় পর্দায়। সে জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন। বলিউডের ভিন্নধর্মী গল্প বলার ভঙ্গি, বয়সী নারীর বর্ণিল চরিত্র, ‘বাধাই হো’ বা ‘গুলাবো সিতাবো’ সিনেমার সফলতা ভরসা দিয়েছিল, আলো দেখিয়েছিল। কিন্তু সেই সাধ অপূর্ণ রেখে ৫৪ বছর বয়সে চলে গেলেন জরিনা রোশন খান। তাঁর আরেক পরিচয়, তিনি জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’র ইন্দু দাদি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

সেই সাধ অপূর্ণ রেখে ৫৪ বছর বয়সে চলে গেলেন জরিনা রোশন খান
ইনস্টাগ্রাম

কুমকুম ভাগ্য ছাড়াও ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’, ‘বিদ্যা’ সিরিয়ালেও দেখা দিয়েছেন তিনি। কয়েকটা চলচ্চিত্রেও খুব ছোট চরিত্রে দেখা দিয়েছেন। তাঁর মৃত্যুর খবর জানিয়ে কুমকুম ভাগ্য সিরিয়ালের মুখ্য অভিনেত্রী স্মৃতি ঝা ইনস্টাগ্রামে জরিনার হাসিমুখের একটি ছবি আর একটা ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে পাখা নিয়ে হাওয়া হাওয়া-ই গানে নাচছেন তিনি। একই সিরিয়ালের আরেক সহকর্মী সাব্বির আলুওয়ালিয়া জারিনের সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইয়ে চান্দ সা রোশান চেহরে’।

সহকর্মীদের সঙ্গে জরিনা রোশন খান
ইনস্টাগ্রাম

কুমকুম ভাগ্য দলের পক্ষে অভিনেতা অনুরাগ শর্মা জানান, ‘হ্যাঁ, খবরটা সত্যি এবং খুব দুঃখজনক। দারুণ মিষ্টি মনের মানুষ ছিলেন উনি, প্রাণবন্ত। এই বয়সেও এত প্রাণশক্তি তাঁর...ভাবা যায় না। শুরুর জীবনে উনি যেমন স্টান্টওম্যান হিসেবে কাজ করেছেন, আসল জীবনেও উনি তেমনই একজন ফাইটার ছিলেন। গত মাসেই আমি ওনার সঙ্গে শুটিং করেছি। খুব ভালো সময় কাটিয়েছি। আচমকাই খবরটা এল আমাদের কাছে, খুব খারাপ লাগছে।’

প্রসঙ্গত বলিউডে পা রাখার আগে ‘কুমকুম ভাগ্য’তে অভিনয় করেন ম্রুনাল ঠাকুর। এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে তিনি লিখেছেন, ‘আমি শোকে স্তব্ধ।’ সুপ্রিয়া শুকলা লিখেছেন, ‘সৃষ্টিকর্তা তাঁর আত্মাকে শান্তি দিন।’