মালদ্বীপ নয়, মৌনী বেড়াচ্ছেন শ্রীলঙ্কার সাগরতীরে

বেশ আনন্দ ও উচ্ছ্বসিত আমেজে আছেন টেলিভিশন ও বলিউড অভিনেত্রী মৌনী রায়। শ্রীলঙ্কায় বেড়ানোর ছবি আপাতত সে কথাই বলে। সেখানে কাটানো অদ্ভুত সব মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন। ইনস্টাগ্রামে সেসব ছবি ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গেও।
১ / ১০
তারকাদের সমুদ্রতীরের ছবি দেখলেই মনে পড়তে পারে মালদ্বীপের কথা। কিন্তু মৌনী রায় বেছে নিয়েছেন শ্রীলঙ্কার সাগরতীর।
ইনস্টাগ্রাম
২ / ১০
এই সফরে মৌনীর সঙ্গী তাঁর সবচেয়ে কাছের বন্ধু ডিজাইনার অনুরাধা খুরানা।
ইনস্টাগ্রাম
৩ / ১০
এমনিতেই মৌনী রায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমকে যেন ঝলসে দেয়! আর সমুদ্রতটের ছবি সেই তাপ বাড়িয়ে দিয়েছে যেন আরও।
ইনস্টাগ্রাম
৪ / ১০
রাতের সমুদ্র কেমন, তারই খানেকটা ধরা দিল এই ছবিতে।
ইনস্টাগ্রাম
৫ / ১০
বিশাল হ্যাট মাথায় মৌনীকে লাগছে অন্য রকম সুন্দর।
ইনস্টাগ্রাম
৬ / ১০
‘চিৎকার করে নয়, আস্তে কথা বলো’—নীরবতাকে এভাবেই উপভোগ করতে বললেন মৌনী।
ইনস্টাগ্রাম
৭ / ১০
এই ছবি দিয়ে লিখেছেন, ‘বাঁচ, যেভাবে ভালোবাসো’।
ইনস্টাগ্রাম
৮ / ১০
শুধু ঘোরাঘুরি নয়, চলছে খাওয়াদাওয়াও। এই ছবি দিয়ে লিখেছেন, ‘প্রচুর খেয়েছি’।
ইনস্টাগ্রাম
৯ / ১০
একটি ক্যাপশনহীন ছবি। ভক্তরা মন্তব্যের ঘরে দিয়েছেন ‘আগুন’–এর ইমোজি।
ইনস্টাগ্রাম
১০ / ১০
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তাঁরা দুজন দুজনার, চিরকালের জন্য’।
ইনস্টাগ্রাম