মৃত্যুর আগে মোদিকে ট্যাগ করে পোস্ট এই অভিনেতার

মৃত্যু ঘনিয়ে আসছে। তিনি যেন উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন করোনার সঙ্গে লড়াইয়ে আর বেশিক্ষণ টিকবেন না। মৃত্যুর ঠিক ২৩ ঘণ্টা আগে এক আবেগঘন পোস্ট করলেন অভিনেতা রাহুল ভোহরা। আর ফেসবুকের এই পোস্ট তিনি ট্যাগ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে। মৃত্যুর আগে রাহুল ভারতের চিকিৎসাব্যবস্থার দিকে আঙুল তুলে গিয়েছেন তিনি। চিকিৎসার অভাবে মারা গেছেন রাহুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

চিকিৎসার অভাবে মারা গেছেন অভিনেতা রাহুল ভোহরা
ইনস্টাগ্রাম

করোনায় অভিনেতা, ইউটিউবার, নাট্যশিল্পী রাহুল ভোহরা প্রাণ হারালেন। পরিচালক ও নাট্যব্যক্তিত্ব অরবিন্দ গৌড় সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। রাহুল বেশ কিছুদিন ধরে করোনার সঙ্গে লড়াই করছিলেন। ফেসবুকে তিনি ক্রমাগত সবার কাছে সাহায্য প্রার্থনা চেয়ে এসেছেন। কিন্তু জীবনযুদ্ধের শেষ লড়াইটা আর জিততে পারেননি এই তরুণ অভিনেতা। মৃত্যুকে আলিঙ্গন করার আগে শেষ পোস্টে অভিনেতা রাহুল ভোহরা লিখেছিলেন, ‘আমি যদি ভালো চিকিৎসা পেতাম, তাহলে বেঁচে যেতাম। চিকিৎসা নেই, অর্থ নেই। এখন আমি সব শক্তি হারিয়ে ফেলেছি।’ এই পোস্টই প্রমাণ করে যে ভারতের চিকিৎসাব্যবস্থার বিরুদ্ধে একবুক অভিমান নিয়ে রাহুল শেষ পর্যন্ত মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেছিলেন।

স্ত্রীর সঙ্গে সেলফিতে অভিনেতা রাহুল ভোহরা
ইনস্টাগ্রাম

রাহুল বেশ কিছুদিন ধরে হাসপাতালে আইসিইউতে বেডের জন্য সাহায্য চেয়ে এসেছেন। এই অভিনেতার অক্সিজেনের মাত্রা ক্রমশ কমে যাচ্ছিল। রাহুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমি কোভিড পজিটিভ। হাসপাতালে সাধারণ বেডে ভর্তি আছি। চার দিন হতে চলল আমার কোনো উন্নতি নেই। আমার আইসিইউ দরকার। আমার অক্সিজেন লেবেল ক্রমশ কমছে। আর আমাকে দেখভালের কেউ নেই। আমি নিতান্তই অসহায় হয়ে এই পোস্ট করছি। কারণ, বাড়ির লোকেরা আর পরিস্থিতি সামাল দিতে পারছে না।’

অভিনেতা রাহুল ভোহরা
ইনস্টাগ্রাম

রাহুল গত সপ্তাহের শুরুর দিকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি ঘটলে গত শনিবার সন্ধ্যাবেলায় তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু যথাযথ চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয়।

রাহুল ভোহরা ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ‘অস্মিত নাট্যগোষ্ঠী’র সঙ্গে যুক্ত ছিলেন। উত্তরাখন্ডের মঞ্চ নাটকের পর ডিজিটাল দুনিয়ায় কাজ করেছেন। বেশ কিছু ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। নাট্যকার অরবিন্দ গৌড় তাঁর টুইটার অ্যাকাউন্টে রাহুলের মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছিলেন, ‘রাহুল ভোহরা চলে গেল। আমার প্রিয় প্রতিভাবান অভিনেতা আর নেই। গতকালই রাহুল বলেছিল যে ভালো চিকিৎসা পেলে সে বেঁচে যেত। শনিবার সন্ধ্যাবেলায় ওকে রাজীব গান্ধী হাসপাতাল থেকে দ্বারকায় আয়ুষ্মান হাসপাতালে স্থানান্তরিত করা হলো। তবুও সুচিকিৎসা হলো না, বাঁচানো গেল না। রাহুল, আমরা তোমাকে বাঁচাতে পারলাম না। ক্ষমা করে দিও। আমি তোমার হত্যাকারী।’

করোনায় চলে গেলেন অভিনেতা রাহুল ভোহরা
ইনস্টাগ্রাম