মেয়েদের আর্থিক অসচ্ছলতাকে কাজে লাগাতেন শিল্পার স্বামী

পর্নো ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দারকে

পর্নো মামলায় ক্রমে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রা। রোজ নতুন নতুন নাম আসছে। কেউ কেউ রাজের ‘রাজ (রহস্য)’ খোলার জন্য উঠেপড়ে লেগেছেন। আবার কেউবা রাজের পাশে এসে দাঁড়িয়েছেন। এ রকমই একজন হলেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। পর্নো র‍্যাকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ বছর ফেব্রুয়ারিতে গহনাকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন তিনি জামিনে মুক্ত। গহনা শুরু থেকে রাজকে সমর্থন করছেন।

অভিনেত্রী গহনা বশিষ্ঠ

‘গন্দি বাত’ ওয়েব সিরিজের অভিনেত্রী গহনা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে রাজ ‘বলিফেম’ নামের এক অ্যাপ্লিকেশন আনার কাজে ব্যস্ত ছিলেন। এই অ্যাপ্লিকেশনে চ্যাট শো, মিউজিক ভিডিও, রিয়েলিটি শো, সিনেমা—এসব দেখানোর পরিকল্পনা ছিল। কোনোরকম অশ্লীল ছবি দেখানোর পরিকল্পনা ছিল না।

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দার
ছবি: ইনস্টাগ্রাম

গহনা জানিয়েছেন যে রাজ গ্রেপ্তারের কিছুদিন আগে তাঁর অফিসে ছবির চিত্রনাট্য নিয়ে আলাপ–আলোচনা হয়েছিল। তখন গহনা জানতে পেরেছিলেন যে শিল্পার বোন সমিতা এক ছবিতে অভিনয় করতে চলেছেন।

শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দার
ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্তও রাজ কুন্দ্রার পাশে দাঁড়িয়েছেন। রাখী সাংবাদিকদের রাজ সম্পর্কে বলেছেন, ‘উনি শিগগিরই জেলের বাইরে আসবেন। উনি কোনো অন্যায় করেননি। যারা নিজেদের সম্পর্কে ভালো ভালো কথা বলছে, সেই মেয়েদের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা উচিত। কারও সম্পর্কে না জেনে তাঁর বিরুদ্ধে আঙুল তোলা ঠিক নয়। রাজ কুন্দ্রার জন্য আমার খুব খারাপ লাগছে। সময় একটা এমন জিনিস, যা সব সময় সবার সঙ্গে থাকে না। একজন মানুষের অন্তরটা দেখা উচিত। রাজ কুন্দ্রাকে কাঠগড়ায় দাঁড় করিও না। আমি শিল্পা শেঠির পাশে আছি। আপনারা যান আর রিয়েলিটি শোর বিচার করুন।’

রাখীর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে ছড়িয়ে পড়ছে।
অন্যদিকে রাজের বিরুদ্ধে অনেক অভিনেত্রী ও মডেল সরব হয়েছেন। রাজের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যে জোর করে তাঁদের দিয়ে নগ্ন দৃশ্য বানানো হয়েছে। এ তালিকায় নতুন সংযোজন অভিনেত্রী জোয়া রাঠোর।

রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

তাঁর অভিযোগ যে রাজ মেয়েদের আর্থিক অসহায়তার সুযোগ নিয়ে তাঁদের দিয়ে পর্নো ছবিতে কাজ দিতেন। জোয়ার কথা অনুযায়ী, রাজের কোম্পানি থেকে তাঁকে এক অত্যন্ত বোল্ড সিরিজের প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এ জন্য জোয়াকে তাঁরা প্রতিদিন ২০ হাজার রুপি দিতে প্রস্তুত ছিল। অন্য নায়িকাদের যেখানে ১০ হাজার রুপি দেওয়া হয়।

এ বছর ফেব্রুয়ারিতে রাজের বিরুদ্ধে অশ্লীল ব্যবসা করার অভিযোগ করা হয়েছিল। তারপর থেকে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাজের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহে উঠেপড়ে লেগেছিল।

রাখী সাওয়ান্ত

পাঁচ মাস ধরে তারা প্রমাণ সংগ্রহের কাজে ব্যস্ত ছিল। ক্রাইম ব্রাঞ্চের হাতে রাজের এই অন্ধকারময় ব্যবসার অনেক তথ্যপ্রমাণ এসে গিয়েছিল। তাই তারা রীতিমতো আটঘাট বেঁধে ময়দানে নেমেছিল। ১৯ জুলাই রাতে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চ।