যন্ত্রণাভরা দিনগুলো স্মরণ করলেন মনীষা

নিজের যন্ত্রণাভরা সেই দিনগুলোকে স্মরণ করেছেন মনীষা কৈরালাছবি: মাসুম আলী

নার্গিস দত্ত, ফিরোজ খান, বিনোদ খান্না, ইরফান খান, ঋষি কাপুরসহ একাধিক বলিউড তারকার প্রাণ কেড়ে নিয়েছে ক্যানসার। আবার এই মরণব্যাধির সঙ্গে লড়াই করে জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন বিটাউনের বেশ কয়েকজন তারকা। তাঁদেরই একজন মনীষা কৈরালা। ভারতের জাতীয় ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে গতকাল নিজের যন্ত্রণাভরা সেই দিনগুলোকে স্মরণ করেছেন বলিউডের এই নায়িকা। পাশাপাশি ক্যানসার যাঁদের প্রাণ কেড়ে নিয়েছে, তাঁদের প্রতি জ্ঞাপন করেছেন শ্রদ্ধা।
এ উপলক্ষে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মনীষা।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মনীষা

একটি ছবিতে দেখা যাচ্ছে যে ক্যানসারের চিকিৎসাকালীন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। অন্য ছবিতে তাঁকে পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা গেছে।

মনীষা কৈরালা

ছবিগুলো পোস্ট করে মনীষা লিখেছেন, ‘জাতীয় ক্যানসার সচেতনতা দিবসের দিন আমি তাঁদের শুভকামনা জানাতে চাই, যাঁরা ক্যানসারের চিকিৎসাকালে এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা আর তাঁদের সফলতা কামনা করি। আমি জানি, এই সফর কঠিন, কিন্তু আপনারা তার চেয়ে বেশি কঠিন। যাঁরা এই রোগের কাছে হার মেনেছেন, তাঁদের আমি শ্রদ্ধা জানাতে চাই। আর যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের সঙ্গে উদ্‌যাপন করতে চাই।’

মনীষা কৈরালা
মাসুম আলী

এরপর তিনি আরও লিখেছেন, ‘আমাদের এই রোগ সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া জরুরি। আর এ-সম্পর্কিত নানান ইতিবাচক কাহিনি বলাও প্রয়োজন। আসুন, আমরা নিজেদের এবং সমাজের প্রতি দয়ালু হই। আমি সবার সুস্বাস্থ্য প্রার্থনা করি, ধন্যবাদ।’

মনীষা কৈরালা

২০১৯ সালে ক্যানসারজয়ী এই যোদ্ধার গল্প নিয়ে প্রকামিশ হয় ‘হিলড: হাউ ক্যানসার গেভ মি আ নিউ লাইফ’ বইটি। সেখানে তিনি লিখেছেন, ‘আমি মনে করি, আমাদের জীবনে যেকোনো পরিস্থিতি কোনো না কোনো শিক্ষা দেয়। বিশ্বাস করুন, আমি ক্যানসারের প্রতি কৃতজ্ঞ, ক্যানসার আমাকে জীবনের মূল্য শিখিয়েছে। যুদ্ধ করতে শিখিয়েছে। মৃত্যুর জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না।’

মনীষা কৈরালা

২০১২ সালে মনীষা জানতে পারেন যে তিনি ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত। এই রোগের সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর ২০১৫ সালে ক্যানসারমুক্ত হওয়ার ঘোষণা করেন মনীষা। চিকিৎসার কারণে ছয় মাস তিনি নিউইয়র্কে ছিলেন।

একটি ছবিতে দেখা যাচ্ছে যে ক্যানসারের চিকিৎসাকালীন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন

চিকিৎসাকালে মনীষার মাথার সব চুল ঝরে গিয়েছিল। প্রচুর ওজন কমে গিয়েছিল। ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার পর ২০১৭ সালে তিনি ‘ডিয়ার মায়া’ ছবিতে কাজ করেছিলেন। এরপর তাঁকে রাজকুমার হিরানীর ‘সঞ্জু’ ছবিতে দেখা গেছে।

মনীষা কৈরালা

মনীষা কৈরালার জন্ম ১৯৭০ সালে, কাঠমান্ডুর কৈরালা পরিবারে। কমিউনিস্ট নেতা ও নেপালের প্রথম প্রধানমন্ত্রী বিপি কৈরালা মনীষার ঠাকুরদা (পিতামহ), চাচা গিরিজা প্রসাদ কৈরালাও পরে প্রধানমন্ত্রী হয়েছেন। ভারতে লেখাপড়া করতে গিয়ে চলচ্চিত্রে নাম লেখান। সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’–এর মাধ্যমে মনীষার বলিউডে অভিষেক। ‘নাইনটিন ফোরটি টু আ লাভ স্টোরি’, ‘আকেলে হাম আকেলে তুম’, ‘মন’, ‘ছুপা রুস্তম’, ‘তুম’, ‘অগ্নিসাক্ষী’, ‘গুপ্ত’, ‘দিল সে’, ‘লজ্জা’, ‘কোম্পানি’র মতো সফল বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

মনীষা কৈরালা