যে কারণে প্রশংসিত কিয়ারা

বলিউডে এসে তারকা কিয়ারা আদভানির জীবনটাই বদলে গেল। রীতিমতো রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি। এখন পেতে শুরু করেছেন দারুণ সব চরিত্র। যেসব গল্প সিনেমাকেও হার মানায়, সে রকম সব গল্পের সিনেমায় কাজের ডাক পেতে শুরু করেছেন তিনি, যা মানুষকে ভাবাবে। ডিম্পলরূপে তিনি এখন কুড়াচ্ছেন প্রশংসা।

কিয়ারা আদভানি
ইনস্টাগ্রাম

ভারতের চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএতে ভর্তি হয়েছিলেন বিক্রম ও ডিম্পল নামের দুই তরুণ-তরুণী। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। তবে সেটা আর পরিণয়ে গড়ায়নি। এমনকি পড়াশোনাও শেষ করা হয়নি তাঁদের। কিন্তু পরে যা ঘটেছে, মানুষের জীবনেও সে রকম ঘটে, ভাবা যায় না। কার্গিল যুদ্ধে যোগ দেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। যুদ্ধে জিতে যায় ভারত। কিন্তু শহীদ হয়েছিলেন তিনি। অন্যদিকে বিয়ে না করলেও তাঁর প্রেমিকা ডিম্পল চিমা ‘বিধবা’ হিসেবেই বেঁচে আছেন। ডিম্পলের চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে বিক্রমের ভূমিকায়।

কিয়ারা আদভানি
ইনস্টাগ্রাম

সম্প্রতি প্রকাশিত হয়েছে শেরশাহ ছবির প্রথম গান ‘রতন লাম্বিয়ান’। সেখানে ডিম্পল-বিক্রমের ভূমিকায় দারুণ মানিয়েছে কিয়ারা-সিদ্ধার্থকে। যুদ্ধের ময়দানে বসে প্রেমিকার চিঠি পড়তে দেখা যায় বিক্রমকে। তাঁর স্মৃতিতে ফিরে আসে প্রেমিকার সঙ্গে পরিচয়, বন্ধুত্ব, ফোনে কথা বলা, সিনেমা দেখার দিনগুলো। প্রকাশের ছয় ঘণ্টায় ১৪ লাখের বেশিবার দেখা হয় গানটি। ৪৫ হাজারের বেশি দর্শক সেখানে মন্তব্য করেন। কিয়ারার পাশাপাশি সিদ্ধার্থেরও বেশ প্রশংসা করছেন সবাই।

কিয়ারা আদভানি
ইনস্টাগ্রাম

২৬ জুলাই ভারতে উদ্‌যাপিত হয় ২২তম কার্গিল বিজয় দিবস। ঠিক তার আগের দিন রোববার মুক্তি পায় ‘শেরশাহ’ ছবির ট্রেলার। আনুষ্ঠানিক সেই আয়োজনে ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিক্রম বাত্রার ভাই বিশাল বাত্রা। ছবি প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘এ রকম গল্প আমরা হিন্দি ছবিতে দেখি না। এখন হিন্দি ছবি জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে। বিক্রমের বীরত্ব সত্যিই অনুপ্রেরণার। তাঁর প্রেম, বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে সময়গুলো খুবই বীরত্বপূর্ণ।

‘শেরশাহ’ ছবিটি পরিচালনা করেছেন বিষ্ণুবর্ধন। ছবিটি মুক্তি পাচ্ছে ১২ আগস্ট।