যেমন কাটল রিয়ার জেলখানার ২৮ দিন

ভারতের মুম্বাইয়ের বাইকুল্লা জেলে ২৮ দিন কাটানোর পর গত বুধবার জামিন পান রিয়া চক্রবর্তী।কোলাজ

শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের নরম বিছানায় নয়, জেলখানার স্যাঁতসেঁতে মেঝেতে বিছানো চাটাইয়ের ওপর ঘুমিয়েছেন রিয়া। জেলের রুটি, ডাল-সবজি খেয়ে কাটিয়েছেন দিন। এক-দুই করে এভাবে ২৮ দিন চলে গেছে। ভারতের মুম্বাইয়ের বাইকুল্লা জেলে এভাবে ২৮ দিন কাটানোর পর অবশেষে হাইকোর্ট থেকে গত বুধবার জামিন পান প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা, বলিউড তারকা রিয়া চক্রবর্তী। কেমন কেটেছে রিয়ার সেই ২৮টি দিন?
এখনো প্রকাশ্যে কোনো কথা বলেননি রিয়া। তবে তাঁর আইনজীবী সতীশমান সিন্দের দাবি, সুশান্ত সিং রাজপুতের পরিবারের হিংসার শিকার রিয়া। এ কারণে এতগুলো দিন তাঁকে জেলে থাকতে হয়েছে। এর আগে সুশান্তর বাবা রিয়ার বিরুদ্ধে ছেলের টাকা আত্মসাতের এবং তাঁকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় এফআইআর করেছিলেন।

রিয়া চক্রবর্তী
ইনস্টাগ্রাম

ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সতীশমান সিন্দে বলেন, ‘বহু বছর পর আমি নিজে কোনো মক্কেলের সঙ্গে দেখা করতে জেলে যাই। কারণ, তিনি নানামুখী ষড়যন্ত্রের শিকার। তিনি জেলের ভেতর কী অবস্থায় ছিলেন, সেটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। রিয়া ভেঙে পড়েননি দেখে ভালো লেগেছিল।’

রিয়া চক্রবর্তীকে ‘বাংলার বাঘিনী’ উল্লেখ করে সতীশমান সিন্দে বলেন, ‘যেভাবে আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তিনি তা মুখ বুজে সহ্য করবেন না। রিয়া সব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। নিজের নামের ওপর যত অবিচার হয়েছে, সেসব ধুয়েমুছে নিজের নতুন ইমেজ তৈরি করবেন।’
এই আইনজীবী আরও জানান, জেলে নিজে নিয়মিত যোগব্যায়াম করতেন, পাশাপাশি জেলের অন্য বাসিন্দাদেরও যোগব্যায়াম করাতেন। বলা চলে, জেলের পরিবেশের সঙ্গে নিজেকে একরকম মানিয়েই নিয়েছিলেন তিনি।

মামলা লড়ার জন্য রিয়া ভারতের অন্যতম ব্যয়বহুল আইনজীবী সতীশমান সিন্দেকে নিযুক্ত করেছেন
সংগৃহীত

ভারতে করোনা মহামারির জন্য জেলখানায় বাইরের খাবার নেওয়া নিষেধ। তাই রিয়া চক্রবর্তী বাড়ির খাবার পেতেন না। জেলের খাবারই খেতেন তিনি। অন্য কয়েদিদের মতোই সাধারণ দিন কাটিয়েছেন তিনি। তবে নিরাপত্তার কারণে থাকার জন্য তাঁকে আলাদা একটি কক্ষ দেওয়া হয়েছিল। সতীশমান আরও যোগ করেন, সেনাবাহিনীর পরিবেশে বেড়ে ওঠার কারণে যেকোনো কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিকতা রয়েছে রিয়ার। রিয়ার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মী।

সতীশমান সিন্দে জানান, রিয়ার প্রতি সুশান্তর পরিবারের এত রাগ কেন, তা এখনো বুঝে উঠতে পারেননি তিনি বা রিয়া নিজেও। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো রিয়াকে তাড়া করে বেরিয়েছে। কারণ, তিনি সুশান্ত সিং রাজপুতের বন্ধু ছিলেন। এর বেশি কিছু না।’ ভারতের গণমাধ্যমকে কটাক্ষ করতেও ছাড়েননি সতীশমান সিন্দে। তাঁর সরাসরি অভিযোগ, যেসব মিডিয়া রাতদিন রিয়াকে তাড়া করে বেরিয়েছে, তারা শুধু চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্যই কাজ করে গেছে।এদিকে প্রায় এক মাস পর মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী। জানান, যেদিন থেকে তাঁর দুই সন্তান রিয়া ও শৌভিক গ্রেপ্তার হয়েছেন, তিনি এক দিনও ঠিক করে খেতে পারেননি। ছেলে ও মেয়ে দুজনায় জেলে মাটিতে শুয়ে— এই ভেবে এক দিনও নিজে খাটে ঘুমাতে পারেননি। মাঝরাতে উঠে বসে থাকতেন, ভয় হতো, আগামীকাল তাঁর পরিবারের সঙ্গে কী হতে চলেছে!

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা এবং প্রতারণা অভিযোগে মামলা।
ইনস্টাগ্রাম
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এনে সুশান্তর বাবা পাটনা থানায় মামলা করেছেন। তাঁর অভিযোগ, রিয়া সুশান্তকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিলেন। সুশান্তর বাবা কে কে সিং সাত পাতার এফআইআর করেছেন। সেখানে সুশান্তর অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি রুপি সরিয়ে ফেলারও উল্লেখ আছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘যে যন্ত্রণার মধ্যে দিয়ে রিয়াকে যেতে হলো, ও কীভাবে এই ক্ষত সারিয়ে উঠবে? তবে রিয়া একজন প্রকৃত “যোদ্ধা”, তাকে শক্ত থাকতে হবে। রিয়াকে বিশেষ মানসিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব, যাতে ও তাড়াতাড়ি এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারে।’ সন্ধ্যা চক্রবর্তী জানান, বাড়ি ফিরে রিয়া মা-বাবাকে বলেন শক্ত থাকতে। রিয়ার ভাষায়, ‘তোমাদের মলিন, বিমর্ষ লাগছে কেন? তোমাদের শক্ত থাকতে হবে, এই লড়াইটা লড়তে হবে! ’প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এনে সুশান্তর বাবা পাটনা থানায় মামলা করেছেন।

রিয়া চক্রবর্তী
ইনস্টাগ্রাম
মাদক বেচাকেনা ও গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হন রিয়া। এ মামলা লড়ার জন্য রিয়া ভারতের অন্যতম ব্যয়বহুল আইনজীবী সতীশমান সিন্দেকে নিযুক্ত করেছেন। বলিউড সুপারস্টার সালমান খানের মামলা লড়েন এই আইনজীবী। ১৯৯৮ সালে সালমানের কালো হরিণ শিকারের মামলাটি লড়েছিলেন তিনি। এর আগে ১৯৯৩ সালে সঞ্জয় দত্তের মুম্বাইয়ের বোমা বিস্ফোরণ-কাণ্ডের মামলার দায়িত্বেও ছিলেন তিনি।
আরও পড়ুন

তাঁর অভিযোগ, রিয়া সুশান্তকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিলেন। সুশান্তর বাবা কে কে সিং সাত পাতার এফআইআর করেছেন। সেখানে সুশান্তর অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি রুপি সরিয়ে ফেলারও উল্লেখ আছে। কে কে সিং লিখেছেন, ‘রিয়া ও তাঁর পরিবারের লোকেরা সুশান্তকে মানসিকভাবে অসুস্থ দেখাতে চেয়েছেন।’এই অভিযোগের তদন্ত করতে গিয়ে মাদকের যোগসূত্র পেয়ে মামলাটি ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়। মাদক বেচাকেনা ও গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হন রিয়া। এ মামলা লড়ার জন্য রিয়া ভারতের অন্যতম ব্যয়বহুল আইনজীবী সতীশমান সিন্দেকে নিযুক্ত করেছেন। বলিউড সুপারস্টার সালমান খানের মামলা লড়েন এই আইনজীবী। ১৯৯৮ সালে সালমানের কালো হরিণ শিকারের মামলাটি লড়েছিলেন তিনি। এর আগে ১৯৯৩ সালে সঞ্জয় দত্তের মুম্বাইয়ের বোমা বিস্ফোরণ-কাণ্ডের মামলার দায়িত্বেও ছিলেন তিনি।

সুশান্তের অপমৃত্যুর পর জিজ্ঞাসাবাদে রিয়া পুলিশকে জানিয়েছিলেন, সুশান্তের সঙ্গে তাঁর দেখা হয়েছিল ২০১৩ সালে
ইনস্টাগ্রাম