রানী মুখার্জির নতুন বাড়ি অন্দর-বাহির

মুম্বাইয়ের রস্তমজি প্যারামাউন্ট ক্রমেই বলিউড তারকাদের আগ্রহের জায়গা হয়ে উঠছে। বিলাসবহুল এ প্রকল্পের একটি ভবনে আগেই বসত গড়েছেন টাইগার শ্রফ, দিশা পাটানি। পরে ক্রিকেটার হার্দিক এবং কুনাল পান্ডে এ তালিকায় নাম লেখান। সর্বশেষ মাসখানেক আগে ৭ দশমিক ১২ কোটি রুপি দিয়ে এখানে বাড়ি কিনেছেন আরেক অভিনেত্রী রানী মুখার্জি। ৩ হাজার ৫৪৫ বর্গফুটের এ বাড়ির অন্দর এবং বাহিরটা দেখতে কেমন?

১ / ৮

রানী মুখার্জির কেনা ফ্ল্যাটের ক্রিয়েটিভ জোন।

২ / ৮

২২ তলায় অবস্থিত এ ফ্ল্যাটে রয়েছে বিশাল ইনডোর গেমস রুম। রয়েছে বিভিন্ন রকম খেলার সুযোগ ও সামগ্রী।

৩ / ৮

রানী মুখার্জির হাউস পিকচার্স। সেখান থেকে দেখা যাবে মুক্ত আকাশ।

৪ / ৮

মনোমুগ্ধকর স্কাই লাউঞ্জ।

৫ / ৮

সিনেমা দেখার জন্য এই অভিনেত্রীর বাসায় রয়েছে মিনি থিয়েটার। একসঙ্গে ৮ জন বসে সিনেমা দেখা যাবে।

৬ / ৮

‘কুচ কুচ হোতা হ্যায়’খ্যাত এই অভিনেত্রীর বাসার বিজনেস সেন্টার।

৭ / ৮

তাঁর বাসার সুইমিংপুল।

৮ / ৮

বাড়ির আরেকটি অংশ