লোকেরা আমাকে ডাইনি বলেছে

কঙ্গনা রনৌতইনস্টাগ্রাম

কঙ্গনা ইস্যুতে প্রায়ই সরব থাকে সামাজিক যোগাযোগমাধ্যম। খোদ কঙ্গনাই নাকি ছিলেন না টুইটারে! দিনটা ছিল শুক্রবার। কঙ্গনা টুইটারে ঢুকে পড়েন, একেবারে অফিশিয়াললি। হঠাৎ টুইটার নিয়ে এত আগ্রহী কেন কঙ্গনা? এ প্রশ্ন উঁকি মারতেই পারে। কঙ্গনাও সে উত্তর রেখে দিয়েছেন। ভিডিও পোস্টে জানিয়েছেন, এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেলনা কিছু নয়, গুরুত্ব আছে।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এখনো গরম। এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমের কতটা শক্তি তা হাড়ে হাড়ে টের পেয়েছেন কঙ্গনা রনৌত। তাই আর অপেক্ষা নয়। ঢুকে পড়লেন টুইটারে।

যদিও এই মাধ্যমটি নিয়ে তেমন মাথাব্যথা ছিল না কঙ্গনার। ঘরের বিষয় বাইরে জানাতে একদমই আগ্রহী নন তিনি। তবে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম দুনিয়ার মোহ কিংবা শক্তিকে আর অস্বীকার করতে পারলেন না কুইন অভিনেত্রী।

ঘরের বিষয় বাইরে জানাতে একদমই আগ্রহী নন কঙ্গনা
ইনস্টাগ্রাম
‘১৫ বছর ধরে আমি চলচ্চিত্রে কাজ করি। এই সময়ে অনেক মুহূর্ত ও উপলক্ষ এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকে পড়ার। লোকেরা আমাকে ডাইনি বলেছে। যেহেতু আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, তারা এর সুযোগ নিয়েছে। কিন্তু এখনো আমি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকাকে পছন্দ করি। কখনোই আমার মনে হয়নি, আমি আমার ভক্তদের থেকে দূরে।’
কঙ্গনা রনৌত

টুইটারে সম্প্রতি দিয়েছেন একটি ভিডিও। সেখানে জানিয়েছেন টুইটার দুনিয়ায় আসার হেতু। কঙ্গনা বলেন, ‘১৫ বছর ধরে আমি চলচ্চিত্রে কাজ করি। এই সময়ে অনেক মুহূর্ত ও উপলক্ষ এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকে পড়ার। লোকেরা আমাকে ডাইনি বলেছে। যেহেতু আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, তারা এর সুযোগ নিয়েছে। কিন্তু এখনো আমি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকাকে পছন্দ করি। কখনোই আমার মনে হয়নি, আমি আমার ভক্তদের থেকে দূরে।’

টুইটারে সম্প্রতি দিয়েছেন একটি ভিডিও। সেখানে জানিয়েছেন টুইটার দুনিয়ায় আসার হেতু
ইনস্টাগ্রাম

ভিডিওতে কঙ্গনা নিয়ে আসেন সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্বও। তিনি বলেন, ‘এ বছর আমি সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তি দেখেছি। আমি দেখেছি, পুরো বিশ্ব কী করে সুশান্ত সিং রাজপুতের জন্য লড়েছে এবং বিজয়ী হয়েছে। সুতরাং এটা আমাকে ভাবিয়েছে যে এর শক্তি দিয়ে একটি পরিবর্তন আনতে পারি, যা আমরা নতুন ভারতের জন্য চাই। এ কারণে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে পা দিয়েছি। আমি আপনাদের সহযোগিতা চাই, এই সফরে সামনে এগিয়ে যেতে। এই সফরের মধ্য দিয়ে গড়ে তুলতে চাই একটি নতুন সম্পর্ক।’

প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে দেখা যাবে থালাইভি ছবিতে। হাতে আছে ধাক্কড় নামের একটি ছবিও।

কঙ্গনা রনৌত
ইনস্টাগ্রাম