শরীর নিয়ে কটাক্ষ, রেহাই পাননি তারকারাও

জনপ্রিয়তার সুখ আছে। দুঃখও কম নেই। ভক্তরা প্রশংসা করেন তো আবার দু–চার কথা শুনিয়েও দেন। কখনো কখনো এসব কথা হয়ে যায় চরম অবমাননাকর। জীবন চলার পথে এসব সামলান কীভাবে তারকারা?

১ / ১০
বিদ্যা বালানের স্বাস্থ্য ভালো। শরীর নিয়ে তাই তাঁকে কটু কথা শুনতে হয়েছে, হচ্ছে। বিদ্যার কথা, ওসবে পাত্তা দিতে নেই। নিজের স্বাস্থ্য নিয়ে তাঁর এতটুকু খারাপ লাগা নেই। লোকে কী বলল, তাতে তাঁর কিছুই যায়–আসে না।
ইনস্টাগ্রাম
২ / ১০
তিনি বিশ্বসুন্দরী। তবু মা হওয়ার সময় ওজন বেড়ে গিয়েছিল। তখন কটাক্ষ থেকে ছাড় পাননি ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি অবশ্য এসবে একদম চুপ। তাঁর হয়ে পাশে দাঁড়িয়েছিলেন স্বামী অভিষেক বচ্চন। বলেছেন, ভক্তদের মনে রাখা উচিত, তিনি যেমন তারকা, তেমনি একজন মা-ও।
ইনস্টাগ্রাম
৩ / ১০
‘তুমি এত লম্বা কেন?’, ‘এত পাতলা কেন?’ হরহামেশাই এমন কথা শুনতে হয়েছে। কিন্তু একবারের বেশি এসব নিয়ে ভাবেননি সোনম কাপুর। এত চিন্তার সময় কই?
ইনস্টাগ্রাম
৪ / ১০
শরীর নিয়ে কথা শুনতে হয়েছে সোনাক্ষী সিনহাকেও। তাঁর ভাষ্য, স্থূল নাকি পাতলা, সেটি বড় কথা নয়। মূল কথা হলো, তোমার স্বাস্থ্য ঠিক আছে কি না, সেদিকে খেয়াল দাও।
ইনস্টাগ্রাম
৫ / ১০
পরিণীতি চোপড়াও বাদ যাননি কটু কথা শোনা থেকে। তবে পরিণীতি বেশ কড়া। তাঁর কথা, কারও শরীর নিয়ে কারও মন্তব্য করার কোনো অধিকারই নেই।
ইনস্টাগ্রাম
৬ / ১০
ইলিয়ানা ডিক্রুজকেও শরীর নিয়ে বাজে মন্তব্য সহ্য করতে হয়েছে। ইলিয়ানার প্রথমে মন খারাপ হতো। ধীরে ধীরে নিজের শরীরকে ভালোবাসা শুরু করেন। শারীরিক সৌন্দর্যে কাউকেই আদর্শ মনে করেন না। তাঁর মতে, প্রত্যেকেই যাঁর যাঁর মতো। কেউ কারও মতো নন।
ইনস্টাগ্রাম
৭ / ১০
শাহরুখ খানের কন্যা সুহানা খানকে তাঁর শরীরের রং নিয়ে কথা শুনতে হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরুদ্ধে বেশ সোচ্চারও। সুহানা মনে করেন, এটা বন্ধ করা উচিত। কেননা এ জন্য কোনো কারণ ছাড়াই তরুণেরা হীনম্মন্যতা নিয়ে বেড়ে ওঠেন।
ইনস্টাগ্রাম
৮ / ১০
রাধিকা আপ্তেকে প্রায়ই ‘বডি শেমিং’-এর মুখোমুখি হতে হয়। তাঁর মতে, শরীর ও ত্বকের রং নিয়ে কৌতুক ও ট্রল করায় উৎসাহ দেওয়া উচিত নয়। এটা কোনো কৌতুক করার বিষয় নয়।
ইনস্টাগ্রাম
৯ / ১০
জেরিন খানকে শৈশব থেকেই শরীর নিয়ে কথা শুনতে হয়েছে। তাঁর মতে, শরীর পাল্টে ফেলা নয়, বরং ওই নেতিবাচক লোকগুলো থেকে দূরে থাকতে হবে।
ইনস্টাগ্রাম
১০ / ১০
তামাটে রঙের জন্য প্রিয়াঙ্কা চোপড়াও কটু কথা শুনেছেন। হলিউড-বলিউড দুই জায়গায় কাজ করা এই অভিনেত্রীর বক্তব্য, কারও কথায় কান দেওয়ার দরকার নেই। কাজে মনোযোগ দিন। কাজ আপনার হয়ে কথা বলবে।
ইনস্টাগ্রাম