শাহরুখ সালমানদের থেকে অমিতাভই এগিয়ে

সালমান খান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার। ছবি: ফেসবুক থেকে
সালমান খান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার। ছবি: ফেসবুক থেকে

তিন দশক ধরে বলিউড সাম্রাজ্যে রাজত্ব করছেন সালমান খান। এ প্রজন্মের তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন তিনি। এমনকি শাহরুখ, অক্ষয়কে টেক্কা দিলেন বলিউডের ৫৪ বছর বয়সী এই 'দাবাং'।

মুম্বাই থেকে দূরে পানভেলে নিজের ফার্ম হাউসে লক ডাউনে খোশ মেজাজেই দিন কাটাচ্ছেন সালমান খান। এই সময় তিনি তাঁর হাজার হাজার অনুরাগীর আরো কাছে আসতে ইউটিউব চ্যানেলও খুলেছেন। এছাড়া ইনস্টাগ্রামে সালমান তার ভক্তদের জন্য নানান মজাদার ভিডিও এবং ছবি পোস্ট করেন। করোনার এই তান্ডবের মাঝে ভাইজান তাঁর অনুরাগীদের জন্য আরও এক সুখবর এনে দিলেন। সালমান টুইটারে ৪০ মিলিয়ন (৪ কোটি) ফলোয়ার সংখ্যা পার করে ফেললেন। অবশ্য এখনো এক নম্বরে আছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার ফলোয়ার সংখ্যা ৪ কোটি ১০ লাখের বেশি। তবে সালমান এক্ষেত্রে শাহরুখ, অক্ষয়কে পেছনে ফেলে দিলেন। বলিউডের সুলতানের পরেই আছেন 'বাদশা' শাহরুখ খান। টুইটারে কিং খান তৃতীয় স্থানে আছেন। তার ফলোয়ার ৩ কোটি ৯০ লাখের বেশি। আর ৩ কোটি ৫০ লাখ ফলোয়ার নিয়ে অক্ষয় কুমার চতুর্থ স্থানে আছেন। অর্থাৎ, টুইটারে প্রথম অমিতাভ, দ্বিতীয় সালমান, তৃতীয় শাহরুখ ও চতুর্থ অক্ষয়।
তবে ফেসবুকে বিগ বি-কে টেক্কা দিয়েছেন ভাইজান। ফেসবুকে সালমান এক নম্বরে আছেন। এখানে ৩ কোটি ৭০ লাখের বেশি মানুষ তাঁকে অনুসরণ করে। আর অমিতাভ এবং শাহরুখের নামের পাশে 'লাইক' বোতামে চাপ দিয়েছে ২ কোটি ৯০ লাখের বেশি মানুষ। ফেসবুকেও অক্ষয় চতুর্থ স্থানে আছেন। এই বলিউড খিলাড়ির ফলোয়ার সংখ্যা ২ কোটি ৬০ লাখের বেশি। মানে দাঁড়াল ফেসবুকে প্রথম সালমান, দ্বিতীয় অমিতাভ, তৃতীয় শাহরুখ ও আবারো চতুর্থ অক্ষয়।
ইনস্টাগ্রামে অবশ্য এক নম্বরে আছেন অক্ষয় কুমার। সেখানে তাঁর ৩ কোটি ৯২ লাখ ভক্ত। ৩ কোটি ১০ লাখের বেশি ফলোয়ার নিয়ে বলিউডের 'দাবাং খান' দ্বিতীয় স্থানে আছেন। শাহরুখের ২ কোটি ১১ লাখ ভক্ত। ও অমিতাভের ১ কোটি ৫৬ লাখ। অর্থাৎ ইনস্টাগ্রামে এই চার তারকার ভিতর প্রথম অক্ষয় কুমার, দ্বিতীয় সালমান, তৃতীয় শাহরুখ ও চতুর্থ অমিতাভ।
সালমান খান তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাঁর ব্যক্তিগত জীবনের অনেক কিছুই ভাগ করে নিতে চান ভক্তদের সঙ্গে। তার চ্যানেলে প্রথম প্রকাশিত গান 'প্যায়ার করোনা'। এই গানটি সালমান নিজে লিখেছেন, গেয়েছেন। মিউজিক করেছে সাজিদ ওয়াজিদ। ইউটিউব চ্যানেলে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে।