শুধুই মনের সুখে খেয়েছি

দীর্ঘদিন পর আবার পর্দায় দেখা গেল নিমরাত কাউরকে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া দশবি ছবিতে বিমলা দেবীর চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। তবে পর্দায় বিমলা হয়ে উঠতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে নিমরাতকে। তিনি নিজে এ কথা জানিয়েছেন।

‘দশবি’ ছবিতে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে নিমরাত বলেছেন, ‘বিমলা দেবী মজার চরিত্র। পর্দায় বিমলা দেবী হয়ে উঠতে আমাকে জমিয়ে খেতে হয়েছে। খেয়ে খেয়ে আমি আমার ওজন ১৫ কিলো বাড়িয়েছিলাম। ওজন কতটা বাড়ালাম তা জরুরি ছিল না। জরুরি ছিল এই যে পর্দায় আমাকে যেন বিমলা দেবীর মতো দেখতে লাগে। পর্দায় বিমলা দেবী হয়ে ওঠার এই ভ্রমণ দারুণ ছিল।’

তিনি আরও বলেছেন, ‘ডায়েটের কারণে আমি যেসব খাবার খেতাম না, সেগুলো প্রাণভরে খেতে শুরু করলাম। এ ছাড়া আমি প্রায় সব ধরনের পাঞ্জাবি পদ জমিয়ে খেয়েছি। আর যেসব খাবারে ওজন বাড়ে, সেই সব খাবারের স্বাদ মনের সুখে নিয়েছি। একবার শুধু ভাবুন, একজন অভিনয়শিল্পীর খাওয়াদাওয়া ঘিরে কত রকমের বিধিনিষেধ থাকে। আর এই চরিত্রের কারণে খাওয়াদাওয়া ঘিরে আমি আমার সব ইচ্ছা পূরণ করার সুযোগ পেয়েছি।’

নিমরাত মজার ছলে বলেছেন, ‘এই ছবির যিনি পরিচালক তিনি এই সময়ে যেন আমার মা হয়ে উঠেছিলেন। প্রতিদিন তিনি মেসেজ করে আমায় জিজ্ঞেস করতেন আমি খেয়েছি কি না।

আর পরিচালক বলতেন, আমি যেন পেট ভরে খাই, যাতে আমার ওজন বাড়ে। এমনকি ইনস্টাগ্রামে কোনো হেলদি খাবারের ছবি পোস্ট করতে আমি ভয় পেতাম। এই বুঝি পরিচালক ফোন করে বলবেন যে এই সব হেলদি ফুড কেন খাচ্ছি, এগুলো খেলে ওজন বাড়বে কীভাবে। সব মিলিয়ে আমি দারুণ মজা করেছি। আর মনপ্রাণ ভরে শুধুই খেয়েছি।’

ওজন ঝরানোর প্রসঙ্গে এই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘এখন ওজন ঝরানোর চেষ্টায় আছি। বিমলা দেবী থেকে নিমরাতের বডি শেপে আসার প্রস্তুতি চলছে।’

দশবি ছবির মূল চরিত্রে অভিষেক বচ্চন আছেন। অভিষেকের সঙ্গে কাজ করার প্রসঙ্গে নিমরাত বলেছেন, ‘সহ–অভিনেতা হিসেবে আমি অভিষেককে পুরো নম্বর দেব। সেটে হাসিমজায় তিনি মাতিয়ে রাখতেন। তার সঙ্গে সময় কাটালে বুঝবেন কত ভালো শিক্ষাদীক্ষায় তার বড় হয়ে ওঠা।’