শ্রদ্ধার পছন্দ ডাল আর সবজির বিরিয়ানি

খাওয়াদাওয়ায় নিরামিষকেই প্রাধান্য দিয়ে এসেছেন শ্রদ্ধা
ইনস্টাগ্রাম

প্রতিবছর ভারতের একটি প্রাণিকল্যাণ সংস্থা থেকে দুজন তারকাকে সেরা আবেদনময়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ বছর এই সংস্থা নিরামিষভোজীদের মধ্যে সেরা আবেদনময়ী নায়িকা হিসেবে বেছে নিয়েছেন শ্রদ্ধা কাপুরকে। শ্রদ্ধা নিজে প্রাণিপ্রেমী। কয়েকটি প্রাণী সংস্থার হয়ে কাজও করছেন তিনি।


শ্রদ্ধা দীর্ঘদিন ধরেই মাংসকে ‘না’ বলেছেন। খাওয়াদাওয়ায় নিরামিষকেই প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। কুকুর–বিড়ালের অধিকার রক্ষাবিষয়ক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তাঁর নামডাক আছে। শুধু তা–ই নয়, শ্রদ্ধা অন্যদেরও নিরামিষাশী হতে অনুপ্রাণিত করেন।

শুটিংয়ে গেলেও শ্রদ্ধা ঘর থেকে খাবার নিয়ে যান
ইনস্টাগ্রাম

তিনি জানান, তাঁর মতো সুন্দর চেহারা আর শরীরের অধিকারী হওয়ার জন্য নাকি নিরামিষাশী হওয়ার বিকল্প নেই। শুটিংয়ে গেলেও শ্রদ্ধা ঘর থেকে খাবার নিয়ে যান। কখনো বাইরের খাবার খান না। তাঁর পছন্দ ডাল আর সবজির বিরিয়ানি।

এ বছর শ্রদ্ধা কাপুরের উল্লেখযোগ্য দুটি ছবি হলো স্ট্রিট ড্যান্সার থ্রিডি ও বাঘি থ্রি। নতুন স্বাভাবিকে নতুন সিনেমা নিয়ে খুব একটা আলোচনা শোনা যায়নি। তবে রণবীর কাপুরের সঙ্গে লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবিতে তাঁকে দেখা যেতে পারে।

এ বছর শ্রদ্ধা কাপুরের উল্লেখযোগ্য দুটি ছবি হলো স্ট্রিট ড্যান্সার থ্রিডি ও বাঘি থ্রি
ইনস্টাগ্রাম

নিরমিষভোজীদের মধ্যে সেরা আবেদনময় নায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সনু সুদকে। করোনাকালে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করতে যাওয়া শ্রমিক আর বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের নিজ খরচে বাড়ি ফিরিয়েছেন সনু। এই কাজের মাধ্যমে ইতিমধ্যে তিনি ভক্তদের হৃদয় জয় করেছেন। তাঁর অর্জনের মুকুটে যুক্ত হচ্ছে একের পর এক পালক। সনু সুদের প্রিয় খাবার বার্গার। তবে তা ভেগান বার্গার হতে হবে। সনু বলিউডের ফিটনেস তারকাদেরও একজন।


নানা সময়ে প্রাণী নিয়ে ভালোবাসার উদাহরণ দিয়েছেন সনু। একবার তাঁর ছেলে ক্রিকেট খেলতে গিয়ে একটি পায়রাকে আঘাত করে। সনু পরে পায়রাটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছিলেন। সূত্র: ফিল্মফেয়ার

সনু সুদ
ইনস্টাগ্রাম