সঞ্জয়ের পছন্দের ‘খলনায়ক’ টাইগার

টাইগার শ্রফ
ছবি:ইনস্টাগ্রাম

বলিউডে সিকুয়েল ছবির হিড়িক এখন। এই লকডাউনেই মুক্তি পেল ‘সড়ক টু’। বড়দিনে আসছে ‘কুলি নাম্বার ওয়ান’। এবার সুভাষ ঘাই ব্লকবাস্টার ছবি ‘খলনায়ক’-এর সিকুয়েল নিয়ে আসছেন। তবে সুভাষের এই ছবির ‘খলনায়ক’ কে হবেন, তা নিয়ে নানান জল্পনাকল্পনা। তবে জানা গেছে, এই দৌড়ে এগিয়ে আছেন টাইগার শ্রফ।
নব্বইয়ের দশকের ‘খলনায়ক’ ছবির ‘চোলি কি পিছে ক্যায়া হ্যায়’ গানটি শুনলে আজও ৯ থেকে ৯০—সবাই নেচে ওঠে। সুভাষ ঘাই প্রযোজিত ও পরিচালিত এই ছবির মূল চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত।

খলনায়ক ছবির দৃশ্যে সঞ্জয় দত্ত
ছবি:ইনস্টাগ্রাম

দীর্ঘদিন ধরে ছবিটি আবার নতুন রূপে রুপালি পর্দায় আনার কথা ভাবছেন সুভাষ। এদিকে সঞ্জয় দত্তও চান এই ছবির সিকুয়েল হোক। এই লকডাউনে সুভাষ ঘাই ‘খলনায়ক টু’ ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করেছেন সঞ্জয়। জানা গেছে, এই বলিউড সুপারস্টার সুভাষকে ছবির কাহিনি ঘিরে নানান পরামর্শ দিয়েছেন। ‘খলনায়ক’ থেকে এর সিকুয়েল ছবিটির

গল্প একটু ভিন্ন হতে চলেছে। এবার প্রশ্ন, সুভাষের এই ছবির ‘খলনায়ক’ কে হবেন? জানা গেছে, এ ক্ষেত্রে সুভাষ আর সঞ্জয়ের প্রথম পছন্দ টাইগার শ্রফ। তাঁদের মতে, ‘খলনায়ক টু’ ছবির জন্য জ্যাকি শ্রফপুত্র টাইগারই একদম উপযুক্ত।

টাইগার শ্রফ
ছবি: ইনস্টাগ্রাম

জ্যাকি শ্রফের বলিউডে নায়ক হিসেবে আবির্ভাব হয়েছে সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবির মাধ্যমে। ছবিটি রাতারাতি তাঁকে স্টার বানিয়ে দেয়। এরপর থেকে জ্যাকি সুভাষের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকে সুভাষের যেকোনো ছবির জন্য তিনি চোখ বন্ধ করে হ্যাঁ করেছেন। কখনো কোনো ছবিতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে বিন্দুমাত্র জানতে চাননি জ্যাকি।

‘খলনায়ক’ ছবির দৃশ্যে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত
ছবি: ইউটিউব থেকে নেওয়া

আর সেই সব চরিত্রের প্রতি পুরোপুরি ন্যায় করেছেন এই বলিউড তারকা। তাই টাইগারও বাবার পথে হাঁটবেন নিশ্চয়। সুভাষ ঘাইকে না করার মতো দুঃসাহস হবে না তাঁর।

সুভাষ ঘাই

গুঞ্জন সত্যি হলে সুভাষের এই ছবিতে টাইগারই ‘খলনায়ক’ হবেন। সঞ্জয় দত্তকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। মাধুরী দীক্ষিতকেও ‘খলনায়ক টু’ ছবিতে দেখার সম্ভাবনা প্রবল। সুভাষ ঘাই ছবিটিকে আজকের রঙে রাঙিয়ে তুলবেন। কারণ, তাঁর পরিচালিত শেষ কয়েকটি ছবি বক্স অফিসে অসফল হয়েছে। তাই খুব সাবধানে এগোতে চান এই নামজাদা চিত্রনির্মাতা। জানা গেছে, শিগগিরই সুভাষ ছবিটির আধিকারিক ঘোষণা করতে চলেছেন।
১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের ‘খলনায়ক’ ছবিটি। বক্স অফিসে আয়ের দিক থেকে সুভাষের ছবিটি সে বছর দ্বিতীয় স্থানে ছিল। এই ছবির সংগীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল। এই ছবির সঙ্গে তাঁরা একাধিক হিট গান উপহার দিয়েছিলেন। ‘চোলি কি পিছে ক্যায়া হ্যায়’ গানটি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকের মতে, এই গানটি চরম অশ্লীল। ‘খলনায়ক’ ছবির এক কোটির বেশি গানের ক্যাসেট বিক্রি হয়েছিল।

জ্যাকি শ্রফ
ছবি:ইনস্টাগ্রাম