সহযোগিতার হাত বাড়ালেন ভূমি

ভূমি পেড়নেকর
ইনস্টাগ্রাম

করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর। এখন ভালো। আক্রান্ত হয়ে বুঝতে পেরেছেন, করোনাকালে মানুষের কী কী প্রয়োজন পড়ে। এবার সেসব প্রয়োজন মেটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। অনলাইনে করোনায় আক্রান্তদের জানাচ্ছেন কোথায় মিলবে ওষুধ ও প্লাজমা। কোথায় যেতে হবে চিকিৎসার জন্য।

বিশ্বজুড়েই এখন খারাপ অবস্থা চলছে। ভারতেও করোনার সংক্রমণে অচল সব। মহারাষ্ট্রে চলছে লকডাউন। এ সময় মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ভূমি। ‘টয়লেট এক প্রেম কথা’খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, ‘সবার উদ্দেশে বলছি, ভারতে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আমি তাই একটা তালিকা তৈরি করেছি। সেখানে দেখা যাবে কোথায় করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও প্লাজমা ডোনার পাওয়া যাবে।’

ভূমি পেড়নেকর।
ইনস্টাগ্রাম

ভূমি পাশে দাঁড়ালেও অনেকেই তাঁকে এই সুযোগে বিরক্ত করতে পারেন। তাই তিনি একমাত্র সঠিক প্রয়োজন থাকলেই তাঁকে সরাসরি মেসেজ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ভূমি জানিয়েছেন, ভেরিফিকেশনের পরই তিনি ফোন নম্বর শেয়ার করছেন। তবু কিছু নম্বর ভুল থাকতে পারে। সে ক্ষেত্রে যেন এই তথ্যও তাঁকে মেসেজ দিয়ে জানান ভক্তরা। নিজের এই বার্তা শেয়ার করে ভূমি লিখেছেন, ‘সবাই দয়া করে ধৈর্য ধরুন আর আশা হারাবেন না। সবাইকে অনেক ভালোবাসা— ভূমি।’

ভূমি পেড়নেকর
ইনস্টাগ্রাম

ভিকি কৌশলের সঙ্গে ‘মিস্টার লীলা’র শুটিংয়ের সময়ই ভূমির করোনা পজিটিভ হওয়ার তথ্য পাওয়া যায়। করোনায় আক্রান্ত হন ভিকি কৌশলও। ১৭ এপ্রিল করোনার রিপোর্ট নেগেটিভ আসার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। ‘মিস্টার লীলা’ ছাড়া রাজকুমার রাওয়ের সঙ্গে ‘বাধাই হো’ ছবিতে কাজ করবেন ভূমি পেড়নেকর।