সাজিদ আলী খান কে, জানেন? আজ তাঁর জন্মদিন

‘শুভ জন্মদিন, জান। অনন্তকাল এবং তারপরও যদিও কিছু থাকে, তোমার সঙ্গে থাকতে চাই।’
স্বামী সাইফ আলী খানের জন্মদিনে এভাবেই নিজের আবেগ ঢেলে দিলেন কারিনা কাপুর খান। ইনস্টাগ্রামে তাঁর এই মন্তব্যের সঙ্গে যে ছবিটি শেয়ার করেছেন, সেটি ভক্তদের জন্য দিনের সেরা উপহার। ছবিতে পুলের সামনে দুই ছেলে তৈমুর ও জেহর সঙ্গে মিয়া-বিবি। সাদা পাঞ্জাবি-পায়জামায় সাইফ। তাঁর কাঁধে হাত রেখে ক্যামেরায় তাকিয়ে বর্ণিল পোশাকে উজ্জ্বল কারিনা। বড় ছেলে তৈমুর ক্যামেরার পোজ দিয়েছে। ছোট্ট জেহ শুয়ে আছে সবার মাঝে।

সাইফ আলী খান
ছবি: সংগৃহীত

সাইফ আলী খানের ৫১তম জন্মদিন আজ। তিনি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেট খেলোয়াড় মনসুর আলী খান পতৌদির সন্তান।

দুই সন্তান নিয়ে কারিনা-সাইফের সংসার। জন্মদিন উপলক্ষে দুই সন্তানকে নিয়ে মালদ্বীপে গেছেন কারিনারা। দ্বিতীয় পুত্র জাহাঙ্গীর আলী খানের (জেহ) জন্মের পর পুরো পরিবার এই প্রথম একসঙ্গে ছুটি কাটাতে গেছে। সেখানকারই ছবি দিয়েছেন কারিনা।

সাইফ আলী খান ও তৈমুরের সঙ্গে কারিনা। ছবি: ইনস্টাগ্রাম

তিন ঘণ্টা আগে শেয়ার করা এ ছবিতে ছয় লাখের বেশি লাইক। শুভেচ্ছা জানিয়েছেন আনুশকা শর্মা, মালাইকা আরোরা, অমৃতা আরোরা, সারা আলী খান, অর্জুন কাপুর, সোনম কাপুরসহ অনেকেই।

সাইফ আলী খান ১৯৭০ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল সাজিদ আলী খান। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে রাখেন সাইফ আলী খান।

অমৃতা সিং, কারিনা কাপুর খান ও সাইফ আলী খান

‘হাম তুম’, ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘হ্যাপি এন্ডিং’, ‘এজেন্ট বিনোদ’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে নাম করেছেন সাইফ। ‘লাভ আজ কাল’ তাঁর প্রথম প্রযোজিত ছবি।

২০১২ সালে সাইফ তাঁর চেয়ে বয়সে ১০ বছরের ছোট বলিউডের অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন। ২০১৬ সালে এই দম্পতির প্রথম ছেলে তৈমুরের জন্ম হয়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তান জেহ পৃথিবীতে আসে। এর আগে ২০০৪ সালে অমৃতা সিংয়ের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটিয়ে কারিনার সঙ্গে টানা পাঁচ বছর প্রেম করেন সাইফ। সাইফ ও অমৃতার সংসারে ইব্রাহিম আলী খান নামের এক পুত্র এবং সারা আলী খান নামের এক কন্যা রয়েছে।

সাইফ আলী খান ও তৈমুরের গাছ লাগানোর দৃশ্য। ছবি: ইনস্টাগ্রাম

২০০৯ সালে সাইফ ভারতের ‘পদ্মশ্রী’ ভূষণে ভূষিত হন। ‘হাম তুম’ সিনেমায় অভিনয়ের কারণে ২০০৫ সালে সাইফ আলী খান ভারতের ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড’-এর সেরা অভিনেতার পুরস্কার পান।