‘সারাকে দেখে আমার কান্না পাচ্ছে’

‘কুলি নাম্বার ওয়ান’ ছবির ট্রেলারে সারাকে দেখে বিরক্ত হয়েছেন দর্শকছবি: ইনস্টাগ্রাম

২০১৮ সালের ডিসেম্বরে ধুমধাম করে বলিউডে পা রেখেছিলেন সারা আলী খান। তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ছবিও মুক্তি পেয়েছিল সেই ডিসেম্বর মাসেই। আবার এই ডিসেম্বরে সারার বহুপ্রতীক্ষিত ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তি পেতে যাচ্ছে। তাই ‘ডিসেম্বর’ সারার জন্য সৌভাগ্যের।
তবে ছবির ট্রেলারে সারাকে দেখে বিরক্ত হয়েছেন দর্শক। ইউটিউবে একজন লিখেছেন, ‘এই ট্রেলারে আমি তেমন কিছুই আশা করিনি, তারপরও সারাকে দেখে আমার কান্না পাচ্ছে।’ আর একজন লিখেছেন, ‘সারা, অভিনয় ছেড়ে দিন। অন্য কিছু করুন।’ এ রকম আরও কিছু মন্তব্য জড়ো হয়েছে ট্রেলারের মন্তব্যের ঘরে। যেমন, ‘আইকনিক একটা সিনেমাকে স্রেফ মজা বানিয়ে ছাড়ল’, ‘একমাত্র ভালো লাগা হলো উদিত নারায়ণের কণ্ঠ’, ‘গোবিন্দকে একটা অতিথি চরিত্রেও রাখলেন না?’

‘কুলি নম্বর ওয়ান’ সেটের পোস্টার
ছবি: সারা আলী খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

দুই নায়িকার তুলনা টেনে একজন বলেছেন, কারিশমার এক কানাকড়িও নন সারা। এর উত্তর দিয়েছেন সারা।

প্রচারণার সময় সেই মন্তব্যের সূত্র ধরে তিনি বলেছেন, ‘আমি কারিশমা ম্যামের চরিত্রে অভিনয় করতে পেরে খুবই খুশি। কিন্তু তাঁর সঙ্গে আমার অভিনয়ের তুলনা টানা অমূলক। কেননা, সেটা নব্বইয়ের দশকের অভিনয়। আর এটা আজকের সময়ের।’

সারা আলী খান ও বরুণ ধাওয়ান
ইনস্টাগ্রাম

বলিউডে সারার অভিষেক হয় ২০১৮ সালের ৭ ডিসেম্বর। এই দিনে মুক্তি পায় ‘কেদারনাথ’। অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। প্রথম ছবিতেই দর্শকের ভালোবাসা কুড়ান সারা। সমালোচকদের মতে, এই তারকাকন্যা ‘লম্বা রেসের ঘোড়া’। পরের ডিসেম্বরেই মুক্তি পায় সারার দ্বিতীয় ছবি ‘সিম্বা’। রোহিত শেঠি পরিচালিত এই ছবিতে তাঁর নায়ক ছিলেন রণবীর সিং। রোহিতের মতো পরিচালকের ছবির নায়িকা হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। সারা তাঁর ক্যারিয়ারের একদম শুরুতেই সেই সুযোগ পেয়েছিলেন। তার ওপর রণবীরের মতো সুপারস্টারকে পেয়েছিলেন নায়ক হিসেবে। ‘সিম্বা’ ছবিটি বক্স অফিস থেকে তুলে এনেছিল কাঁড়ি কাঁড়ি টাকা। শাহরুখের মতো তারকার ছবি ‘জিরো’কে জিরো করে দিয়েছিল!

সারা আলী খান
ইনস্টাগ্রাম

ডেভিড ধাওয়ান পরিচালিত ‘কুলি নাম্বার ওয়ান’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত ব্লকবাস্টার এই ছবিটিকে আবার নতুন আঙ্গিকে পর্দায় আনতে যাচ্ছেন ডেভিড ধাওয়ান। তাঁর পরিচালনায় ৪৫তম ছবি এটি। নতুন ‘কুলি নাম্বার ওয়ান’ ছবির মূল চরিত্রে আছেন বরুণ ধাওয়ান, পরেশ রাওয়াল ও সারা। ইতিমধ্যে এই রিমেক ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।

নব্বই দশকের সিনেমা কুলি নম্বর ওয়ান–এ অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর।

২৮ নভেম্বর ট্রেলার মুক্তির পর উঠে এসেছে ট্রেন্ডিংয়ে, এখন পর্যন্ত সেটি দেখা হয়েছে ৫ কোটিবারেরও বেশি।
‘কুলি নাম্বার ওয়ান’ ছবি ঘিরে অত্যন্ত আশাবাদী সারা। একরাশ উচ্ছ্বাস নিয়ে তিনি বলেছেন, ‘ডিসেম্বর বরাবরই আমার প্রিয় মাস। যুক্তরাষ্ট্রের কলম্বিয়ায় সেই ছোটবেলার দিনগুলোতেও আমি ডিসেম্বরের অপেক্ষায় থাকতাম। ডিসেম্বর মানেই উৎসব। ক্রিসমাস ট্রি, আলোয় ঝলমলে শহর, আর উদ্‌যাপন আমার সব সময় দারুণ লাগত। তাই আমার বিশ্বাস, এই ছবিটি সবার মন আরও ভালো করে দেবে। মহামারির কারণে অনেকেই মানসিক অবসাদে ডুবে আছেন। সেই মন খারাপ মুছে দেবে আমাদের এই ছবি।’

সারা আলী খান
ছবি: ইনস্টাগ্রাম