সারাকে নিয়ে কী বললেন বাবা সাইফ

বাবা সাইফ আলী খানের সঙ্গে সারা আলী খানইনস্টাগ্রাম

যতটা ভেবেছিলেন, ততটা সহজ নয় বলিউডে পথচলা। শুরুতেই ভালো রকমের হোঁচট খেয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাইফকন্যা সারা আলী খান। একাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোতে (এনসিবি) গিয়েছেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়েছে। অভিযোগ আছে, এই সময়ে পাশে ছিলেন না তাঁর বাবা সাইফ আলী খান। তবে এসব দুঃসময়কে পেছনে ফেলে সামনে আগাতে প্রস্তুত সারা। ১৫ অক্টোবর ভারত সরকার সে দেশের সিনেমা হল খোলার সিদ্ধান্ত নিয়েছে। আর হল খুললে মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতকে সঙ্গী করে সারা আলী খানের প্রথম ছবি কেদারনাথ। সুশান্তকে শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক, প্রযোজক ও প্রদর্শকেরা।

সারা আলী খান
ইনস্টাগ্রাম থেকে

এদিকে এনসিবির জেরায় সারা আলী খান স্বীকার করেছেন, সুশান্তের সঙ্গে প্রেম করেছেন তিনি। ব্যাংককের হোটেলে একসঙ্গে থেকেছেন, পার্টি করেছেন, সিগারেটও খেয়েছেন। তবে মাদক নেননি। অন্যদিকে পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হয়ে উঠছে, এমন সময় সাইফ আলী খান এক বিবৃতি দিয়েছেন ভারতীয় গণমাধ্যমে। সাইফ পরোক্ষভাবে বলার চেষ্টা করেছেন যে তিনি সারার হাত ছাড়েননি, পাশেই আছেন। সাইফ বলেন, ‘আমার তিন সন্তানকেই আমি সমান ভালোবাসি। আমি যেমন তৈমুরের সঙ্গে খেলতে ভালোবাসি, তেমনি নৈশভোজের সময় সারা আর ইব্রাহিমের সঙ্গে গল্প করতে ভালোবাসি। সারা যদি আমাকে কষ্ট দেয়, সেটি তৈমুর ভুলিয়ে দিতে পারবে?’ দীর্ঘ নীরবতার পর বাবার এই বিবৃতি খানিকটা হলেও স্বস্তি দিয়েছে সারা আলী খানকে।

সারা আলী খান
ইনস্টাগ্রাম

সারা প্রথম ছবি ‘কেদারনাথ’ দিয়ে নিজেকে চিনেছেন। আর পরের ছবি সিম্বা হয়েছে সুপারহিট। তবে ব্যর্থতার স্বাদ চিনিয়েছে তাঁর তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ আজকাল’। ইতিমধ্যে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’ ছবির শুটিং শেষ করেছেন। চলছে সারার পঞ্চম সিনেমার কাজ, ‘আতরঙ্গি রে’ সিনেমায় সারার সঙ্গে আছেন অক্ষয় কুমার ও ধানুশ।