সালমানের বাড়িতেও ঢুকে পড়েছে করোনা

করোনাভাইরাসে পর্যুদস্ত ভারত। মহামারিতে একের পর এক বলিউড তারকা হারিয়ে যাচ্ছেন। বলিউডের সুপার ফিট তারকারাও একে একে করোনা সংক্রমিত হচ্ছেন। এবার করোনা ঢুকে পড়েছে বলিউড সুপারস্টার সালমান খানের বাসায়। গতকাল এক সাক্ষাৎকারে সালমান জানান, তাঁর দুই বোন অর্পিতা খান শর্মা এবং আলভিরা খান করোনভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

সালমান খান
ইনস্টাগ্রাম

ঈদে অনলাইনে মুক্তি পাচ্ছে সালমানের ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ছবিটি নিয়ে কথা বলার জন্য আয়োজন করা হয় এক ভার্চ্যুয়াল সভা। গত সোমবার বিকেলে সালমান খানের সঙ্গে সেই সাক্ষাৎকারে যুক্ত হন মুম্বাইয়ের বিনোদনজগতের কয়েকজন সাংবাদিক। এতে অংশ নেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি। তবে এ সাক্ষাৎকারের বেশির ভাগজুড়ে ছিল মহামারি নিয়ে আলোচনা। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে মর্মাহত সালমান বলেন, ‘২০২০ সালে শুনতে পেতাম, দূরে কোথাও কেউ করোনা সংক্রমিত হয়েছেন। এখন মানুষের ঘরে ঘরে করোনা ঢুকে পড়ছে। গত বছর আমার গাড়িচালক আক্রান্ত হয়েছিল। এবার আমার দুই বোন হলো। তারা অবশ্য সুস্থ হয়ে উঠেছে। আমি কোনোরকমে পাশ কাটিয়ে এখনো সুস্থ আছি। করোনার এবারের ঢেউ সত্যিই ভয়াবহ।’

সালমান খান ও তাঁর বোন অর্পিতার কোলে ভাগনে আহিল
ইনস্টাগ্রাম

সালমানের এই সাক্ষাৎকারের পর অর্পিতা ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ‘এপ্রিল মাসের গোড়ার দিকে আমি করোনায় আক্রান্ত হই। তবে আমার কোনো উপসর্গ ছিল না। যদিও আমি সব নিয়ম এবং বিধিনিষেধ মেনেছি। ঈশ্বরের কৃপায় আমি এখন পুরোপুরি সুস্থ।’

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির পোস্টার
সংগৃহীত

সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি ডিজিটাল আঙিনায় মুক্তি পাবে ১৩ মে। পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিটি বড় পর্দায় প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এই ছবিতে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে দিশা পাটানিকে। প্রভু দেবা পরিচালিত এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণদীপ হুদা, জ্যাকি শ্রফকে। ইতিমধ্যে ছবির ‘সিটি মার’ গানটি ইউটিউবে দেখা হয়েছে ১১ কোটি ৭০ লাখ বার। বাংলাদেশেও ট্রেন্ডিংয়ের ১ নম্বরে রয়েছে গানটি। সবচেয়ে কম সময়ে ১০০ মিলিয়ন ভিউয়ের রেকর্ড করেছে এই গান। অন্যদিকে ‘জুম জুম’ গানটিও সোমবার মুক্তির পর মাত্র এক দিনে দেখা হয়েছে ৮০ লাখ বার।