সাহায্যের জন্য সরাসরি মেসেজ করতে বললেন রিয়া

ভারতের সবচেয়ে বেশি ট্রলের শিকার হওয়া নারী তারকা কে? এই মুহূর্তে কোনো দ্বিধা ছাড়াই এর উত্তর দিতে পারবেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। কেননা, তিনি আর কেউ নন, রিয়া চক্রবর্তী। কঙ্গনা রনৌত যদি হন বিতর্কের রানি, তাহলে রিয়া চক্রবর্তী হলেন ট্রলকন্যা। শুনুন তাঁর সর্বশেষ কর্মকাণ্ড।

ইনস্টাগ্রামের মাই ডেতে একটা পোস্ট দিয়েছেন রিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা ভয়ংকর সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের এখন একতাবদ্ধ হয়ে থাকার কোনো বিকল্প নেই। ছোট হোক, বড় হোক, সাহায্য সাহায্যই। তাই যতটা পারুন, মানুষকে সাহায্য করুন।’ এই পর্যন্ত ঠিকই ছিল। এরপর রিয়া লিখেছেন, ‘কারও কোনো সাহায্যে লাগলে আমাকে সরাসরি মেসেজ করুন। আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। নিজের যত্ন নিন। দয়ালু হোন। ভালোবাসা ও মনোবলের সঙ্গে বাঁচুন।’  অনেকেই স্বাগত জানিয়েছেন রিয়াকে। তবে ট্রল হয়েছে এর চেয়ে বেশি।  

রিয়া চক্রবর্তী
ইনস্টাগ্রাম

এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে নেটিজেনদের একজন লিখেছেন, ‘ধরে নিচ্ছি করোনায় আক্রান্ত হয়ে একজন ইনস্টাগ্রাম চালাচ্ছে। ধরে নিচ্ছি তিনি রিয়া চক্রবর্তীকে ফলো করেন। ধরে নিচ্ছি তিনি রিয়া চক্রবর্তীর মাইডে তে ইংরেজিতে লেখা পড়লেন। ধরে নিচ্ছি তিনি ডিএমের (ডিরেক্ট মেসেজ) পূর্ণরূপ জানেন। ধরে নিচ্ছি... রিয়া চক্রবর্তী আপনার সাধ্য অনুসারে আপনি নিজেকে সাহায্য করুন।’ আরেকজন লিখেছেন, ‘মানুষ খেতে পারছে না, চাকরি নেই, মরে যাচ্ছে, দাহ করারও জায়গা নেই, আর একজন এখানে ইনস্টাগ্রামের মাই ডেতে মানবতার দোকান খুলে নিয়ে বসেছে। আপনি যদি সত্যিই কিছু করতে চান তাহলে ফান্ড খুলুন, চিকিৎসার ব্যবস্থা করেন, খরচ দেন, অক্সিজেন সিলিন্ডার, পিপিই, মাস্ক দেন। অন্তত গরিব-দুঃখীদের খাওয়ান। যত্তসব ফালতু।’  

রিয়া চক্রবর্তী
ইনস্টাগ্রাম

কিছুদিন আগেও রিয়া মুম্বাই এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিয়ে, হাত নেড়ে ট্রলের শিকার হয়েছেন। একজন লিখেছেন, ‘উনি তো জামিনে আছেন। ওনার রায় হয়নি। উনি এয়ারপোর্টে কোথায় যাচ্ছেন? ওনাকে মুম্বাই ছাড়ার অনুমতি কে দিল? সুশান্ত মারা গেল। আর উনি পোজ দিয়ে ছবি তুলে বেড়াচ্ছেন, হাত নাড়ছেন।’

এদিকে ‘চেহরে’ ছবির ক্রেডিট লাইন থেকেও বাদ দেওয়া হচ্ছে রিয়ার নাম। অর্থাৎ এই সিনেমায় রিয়া থেকেও নেই।